বিশ্বের সেরা ১০ সর্বাধিক আয়ের অভিনেতার তালিকায় শাহরুখ, সলমন ও অক্ষয় কুমার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Aug 2017 12:51 PM (IST)
নিউইয়র্ক: বিশ্বের সর্বাধিক আয়ের সেরা ১০ অভিনেতার তালিকায় ভারতের তিন তারকা শাহরুখ খান, সলমন খান ও অক্ষয় কুমার। ফোর্বসের এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন 'ট্রান্সফর্মার্স' অভিনেতা মার্ক ওয়াহলবার্গ। শাহরুখ রয়েছেন অষ্টম স্থানে। তাঁর আয় ৩৮ মিলিয়ন ডলার। ৩৭ মিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার নবম স্থানে সলমন। দশম অক্ষয় কুমার। তাঁর আয় ৩৫.৫ মিলিয়ন ডলার। হলিউডের সবচেয়ে বেশি রোজগেরে ওয়াহলবার্গের আয় ৬৮ মিলিয়ন ডলার। গত বছর ফোর্বসের এই তালিকায় শীর্ষ স্থানে ছিলেন ডোয়েনে জনসন। এবার তিনি দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন। তাঁর আয় ৬৫ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে 'দ্য ফেট অফ দ্য ফিউরিয়াস' তারকা ভিন ডিজেল (আয় ৫৪.৫ মিলিয়ন ডলার)। অ্যাডাম স্যান্ডলার চতুর্থ ও জ্যাকি চ্যান তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।