মুম্বই: একইসময় অভিনয় শুরু বলিউড রোমাম্স কিং শাহরুখ খান ও অভিনেতা মনোজ বাজপেয়ীর। অভিনয় জগতে হলেও দুজনের পথ আলাদা। ভিন্নধারার ছবির দিকে এগিয়েছেন মনোজ এবং মশালাদার কমার্শিয়াল ফিল্মের পথে গিয়েছেন কিং খান।
কমার্শিয়াল ছবির পথে না হাঁটায় জীবনে কোনও খেদ রয়েছে কিনা জানতে চাওয়া হলে মনোজ বলেন, শাহরুখ তৈরিই হয়েছেন এইধরনের ছবির জন্য। মনোজ যে ধরনের সিনেমা করছেন, যে ধারার ছবিতে তাঁর পরিচিতি, জনপ্রিয়তা, তা নিয়েই তিনি সন্তুষ্ট। মনোজ আরও বলেন, শাহরুখ যা বেছে নিয়েছেন, তাতে তিনি ভীষণরকম সফল। আমরাও তাঁর জন্য গর্বিত।
‘বুধিয়া সিংহ: বর্ন টু রান’ ছবিতে অভিনয় করেছেন মনোজ। দেশের সর্বকনিষ্ঠ ম্যারাথন দৌড়বিদকে নিয়ে এই ছবির কাহিনী তৈরি। ৫ অগাস্ট মুক্তি পেয়েছে ছবিটি।
শাহরুখ কমার্শিয়াল ফিল্মের জন্যই: মনোজ বাজপেয়ী
Web Desk, ABP Ananda
Updated at:
06 Aug 2016 12:33 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -