রিও ডি জেনেইরো: রোহন বোপান্নার সঙ্গে তিনি একই ঘরে থাকতে চাননি বলে যে অভিযোগ উঠেছে, তা অস্বীকার করলেন লিয়েন্ডার পেজ। রেকর্ড সংখ্যক সপ্তম অলিম্পিকে যোগ দেওয়া এই টেনিস তারকার দাবি, তিনি রিও-তে কখন পৌঁছবেন, সেটা আগে থাকতেই ঠিক ছিল। ভারতীয় টেনিস দল সেটা জানত। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তাঁকে ঘিরে বিতর্ক তৈরি হওয়ার জন্য ফেসবুকেও হতাশা প্রকাশ করেছেন লিয়েন্ডার।

 

লিয়েন্ডারের সঙ্গে বোপান্নার খারাপ সম্পর্কের কথা ভারতীয় টেনিস মহলের অজানা নয়। তা সত্ত্বেও এবারের অলিম্পিকে এই দুই খেলোয়াড় একসঙ্গে ডাবলসে খেলবেন। তবে প্রথম ম্যাচের আগেই ফের বিতর্ক মাথাচাড়া দিয়েছে। লিয়েন্ডারে দেরিতে পৌঁছন রিও-তে। তাঁর জন্য গেমস ভিলেজে কোনও ঘর বরাদ্দ করা হয়নি। এরপরেই শোনা যায়, বোপান্নার সঙ্গে এক ঘরে থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল লিয়েন্ডারকে। কিন্তু তিনি সেই প্রস্তাব মানতে চাননি। রোহনের সঙ্গে অনুশীলন করারও পর্যাপ্ত সময় পাচ্ছেন না লিয়েন্ডার। ফলে এই জুটির সাফল্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

 

লিয়েন্ডার অবশ্য যাবতীয় বিতর্কের দায় সংবাদমাধ্যমের একাংশের উপর চাপিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তাঁর বিরুদ্ধে সংবাদমাধ্যমের একাংশ যেভাবে ভিত্তিহীন অভিযোগ এনেছে, তাতে তিনি হতাশ ও ব্যথিত। ভারতীয় টেনিস দলের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটানোর উদ্দেশ্যেই এই ধরনের প্রচার চলছে। তিনি গেমস ভিলেজেই আছেন। তাঁর আশা, এবার বিতর্কের অবসান হবে এবং ভারতীয় টেনিস দলকে প্রথম ম্যাচের জন্য তৈরি হওয়ার সুযোগ দেওয়া হবে।


 

 

রিও অলিম্পিকে ভারতের শেফ দ্য মিশন রাকেশ গুপ্ত লিয়েন্ডারের পাশেই দাঁড়িয়েছেন। তাঁর বক্তব্য, প্রথম থেকেই লিয়েন্ডারের আলাদা ঘরে থাকার কথা ছিল। তাঁর জন্য আলাদা ঘর বরাদ্দ করা হয়েছে। লিয়েন্ডারের মতো কিংবদন্তির জন্য আলাদা ঘরের ব্যবস্থা রাখাই উচিত। এ বিষয়ে বিতর্কের কোনও অবকাশ নেই।