মুম্বই: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে পরিচালক রাজামৌলীর ছবি 'আর আর আর' (RRR)। দেশ তথা বিশ্বজুড়ে এই ছবি মুক্তি পেয়েছে। আর প্রথমদিনই বক্স অফিসে কার্যত 'সুনামি' শুরু করেছে এই ছবি। তেমনটাই বক্তব্য ট্রেড অ্যানালিস্টদের। 'আরআরআর' মুক্তির আগে থেকেই এই ছবির ব্যবসা নিয়ে প্রত্যাশা ছিল। মুক্তির পর তার প্রমাণ পাওয়া যেতে শুরু করেছে। এতদিন পর্যন্ত প্রথমদিন সবথেকে বেশি ব্যবসা করা ছবি ছিল 'বাহুবলী টু' (Baahubali 2)। এই ছবির প্রথমদিনের রেকর্ড কি ভাঙতে পারল 'ট্রিপল আর'?
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ট্রিপল আর' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। যেখানে এই ছবি প্রথমদিনে দেশজুড়ে কত টাকার ব্যবসা করল এবং বিশ্বজুড়ে কত টাকার ব্যবসা করল, উভয় বক্স অফিস কালেকশনই দেওয়া হয়েছে। তাঁর পোস্ট থেকেই জানা গিয়েছে, 'আর আর আর' ছবিটি প্রথমদিন দেশজুড়ে ব্যবসা করেছে ১৫৬ কোটি টাকার। আর দেশের বাইরে এই ছবি ব্যবসা করেছে ৬৭ কোটি টাকার। অর্থাৎ, বিশ্বজুড়ে 'বাহুবলী' পরিচালকের এই ছবি প্রথমদিনেই ব্যবসা করেছে ২২৩ কোটি টাকার।
আরও পড়ুন - RRR Box Office Collection: বক্স অফিসে 'সুনামি', প্রথমদিনই কত টাকার ব্যবসা করল 'আর আর আর'?
তরণ আদর্শের পোস্ট করা তথ্য অনুযায়ী 'ট্রিপল আর' ছবির প্রথমদিনের বক্স অফিস কালেকশন ২২৩ কোটি টাকা। জানা যাচ্ছে, রাজামৌলীর এই ছবি টপকে দিয়েছে 'বাহুবলী টু'-এর প্রথমদিনের বক্সঅফিস কালেকশনকেও। প্রথমদিন বিশ্বজুড়ে 'বাহুবলী টু' ব্যবসা করেছিল ২১৭ কোটি টাকার। এই মুহূর্তে প্রথমদিন সবথেকে বেশি ব্যবসা করা ছবির তালিকার একেবারে শীর্ষে চলে গিয়েছে 'আরআরআর'।
প্রসঙ্গত, সম্প্রতি বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী, জানা যাচ্ছে যে দিল্লিতে বেশ কিছু জায়গায় এই ছবির টিকিট বিক্রি হচ্ছে প্রায় ২১০০ টাকাতেও। টিকিটের এত দামের জন্য এই ছবির বিশাল বাজেটকে অনায়াসেই দায়ী করা যায়। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ট্যুইটারে ছবিটির রিভিউ শেয়ার করেছেন। তিনি এই ছবিকে এক শব্দে 'দুর্দান্ত' বলেছেন।