মুম্বই:সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় মাদক-যোগের তদন্তে নিযুক্ত ন্যাশনাল নারকোটিক্স ব্যুরো (এনসিবি)-র দলের এক সদস্যের করোনাভাইরাস টেস্ট পজিটিভ এসেছে। এরফলে দলের বাকি সদস্যরাও কোয়ারেন্টিনে চলে গিয়েছে। আজ এনসিবি-র আজ প্রয়াত অভিনেতার প্রাক্তন বিজনেস ম্যানেজার জয়া শাহ ও শ্রুতি মোদিকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। কিন্তু ভাইরাস সংক্রমণের খবর আসায় শ্রুতি মোদিকে ফেরত পাঠানো হয়।
জানা গেছে, এনসিবি-র ওই আধিকারিকের অ্যান্টিজেন টেস্ট পজিটিভ এসেছে। এখনও ওটিপিসিআর করানো বাকি রয়েছে। রিপোর্ট পজিটিভ এলে পুরো দলেরই করোনা টেস্ট হবে। করোনা সংক্রমণের ফলে এই মামলার তদন্তে দেরি হতে পারে। কিছুদিন জন্য তদন্ত স্থগিতও রাখা হতে পারে।
শ্রুতি আজ জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি দফতরে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু এনসিবি আধিকারিকের রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে ফেরত পাঠানো হয়। জয়া শাহর পরে আসার কথা ছিল। কিন্তু আধিকারিকরা তাঁকে আসতে বারণ করেছেন।
এনসিবি মাদক মামলায় ইতিমধ্যেই রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে। রিয়ার সঙ্গে তাঁর ভাই শৌভিক ও সুশান্তর হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাবন্তকেও গ্রেফতার করা হয়েছে। তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে। জানা গেছে, জিজ্ঞাসাবাদে রিয়া ২৫ জন বলিউড সেলিব্রিটির নাম জানিয়েছেন, যাঁদের মধ্যে তিনজনের নাম সর্বসমক্ষে চলে এসেছে। তাঁরা হলেন সারা আলি খান, রাকুল প্রীত সিংহ ও রণবীর সিংহর ফ্যাশন ডিজাইনার সিমোন খাম্বাট্টা।