‘কেদারনাথ‘ ছবির শ্যুটিংয়ের সময় মাদকাসক্ত হয়ে পড়েন সুশান্ত, মাদকের জন্য তাঁকে মেসেজ করতে বলতেন, দাবি রিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Sep 2020 05:49 PM (IST)
সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় প্রায় প্রতিদিনই উঠে আসছে বিভিন্ন দাবি ও পাল্টা দাবি। এরইমধ্যে প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে আজও জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি।
NEXT
PREV
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় প্রায় প্রতিদিনই উঠে আসছে বিভিন্ন দাবি ও পাল্টা দাবি। এরইমধ্যে প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে আজও জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রিয়া দাবি করেছেন, ২০১৬ সালে ’কেদারনাথ‘ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়েছিলেন সুশান্ত। প্রতিবেদন অনুসারে, এনসিবি-র জেরায় তিনি আরও দাবি করেছেন যে, শ্যুটিং চলাকালে সুশান্তর সঙ্গে সহ-শিল্পীরাও মাদক ব্যবহার করেছিলেন।
সুশান্ত সিংহ রাজপুতকে কি রিয়াই মাদকাসক্ত করে তুলেছিলেন? এ নিয়ে জল্পনার শেষ নেই। রিয়ার হোয়াটসঅ্যাপ টেক্সট, রিয়াকে সামনে বসিয়ে জেরা করে এর উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। তবে রিয়া বরাবরই দাবি করে এসেছেন সুশান্ত আগে থেকে মাদকাসক্ত ছিলেন। তিনি তাঁকে নেশা ছাড়ানোর জন্য চেষ্টা করেছিলেন। একটি টিভি চ্যানেলে প্রকাশিত খবর অনুযায়ী এনসিবি আধিকারিকদের রিয়া জানিয়েছেন, ২০১৬ সালে অভিষেক কাপুরের কেদারনাথ ছবির শ্যুটিং করছিলেন সুশান্ত। সেই সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়েন প্রয়াত অভিনেতা। শুধু সুশান্ত নন, ওই শ্যুটিংয়ে ইউনিটের আরও অনেকে মাদক নিতেন বলেও জেরায় রিয়া জানিয়েছেন বলে চ্যানেলটির দাবি।
সুশান্ত মৃত্যুতে মাদক-যোগের তদন্তে নেমে শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় রিয়ার ভাই শৌভিক ও সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। প্রথমে তাদের আটক করা হয়, পরে ওইদিনই তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয়েছে সুশান্তের বাড়ির পরিচারক দীপেশ সাওয়ান্তও। ৯ সেপ্টেোম্বর পর্যন্ত এনসিবি হেফাজতে থাকবেন ধৃত শৌভিক, মিরান্ডা ও দীপেশ।
সুশান্তর মৃত্যুতে মাদক যোগ নিয়ে তদন্ত করছে এনসিবি। গতকালের পর সোমবারও এনসিবি জিজ্ঞাসাবাদের জন্য তলব করে রিয়াকে। সংবাদমাধ্যমের ওই খবর অনুসারে, রিয়া আরও জানিয়েছেন, মাদক সম্পর্কে মেসেজ টাইপ করতে বলতেন সুশান্ত।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় প্রায় প্রতিদিনই উঠে আসছে বিভিন্ন দাবি ও পাল্টা দাবি। এরইমধ্যে প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে আজও জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রিয়া দাবি করেছেন, ২০১৬ সালে ’কেদারনাথ‘ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়েছিলেন সুশান্ত। প্রতিবেদন অনুসারে, এনসিবি-র জেরায় তিনি আরও দাবি করেছেন যে, শ্যুটিং চলাকালে সুশান্তর সঙ্গে সহ-শিল্পীরাও মাদক ব্যবহার করেছিলেন।
সুশান্ত সিংহ রাজপুতকে কি রিয়াই মাদকাসক্ত করে তুলেছিলেন? এ নিয়ে জল্পনার শেষ নেই। রিয়ার হোয়াটসঅ্যাপ টেক্সট, রিয়াকে সামনে বসিয়ে জেরা করে এর উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। তবে রিয়া বরাবরই দাবি করে এসেছেন সুশান্ত আগে থেকে মাদকাসক্ত ছিলেন। তিনি তাঁকে নেশা ছাড়ানোর জন্য চেষ্টা করেছিলেন। একটি টিভি চ্যানেলে প্রকাশিত খবর অনুযায়ী এনসিবি আধিকারিকদের রিয়া জানিয়েছেন, ২০১৬ সালে অভিষেক কাপুরের কেদারনাথ ছবির শ্যুটিং করছিলেন সুশান্ত। সেই সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়েন প্রয়াত অভিনেতা। শুধু সুশান্ত নন, ওই শ্যুটিংয়ে ইউনিটের আরও অনেকে মাদক নিতেন বলেও জেরায় রিয়া জানিয়েছেন বলে চ্যানেলটির দাবি।
সুশান্ত মৃত্যুতে মাদক-যোগের তদন্তে নেমে শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় রিয়ার ভাই শৌভিক ও সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। প্রথমে তাদের আটক করা হয়, পরে ওইদিনই তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয়েছে সুশান্তের বাড়ির পরিচারক দীপেশ সাওয়ান্তও। ৯ সেপ্টেোম্বর পর্যন্ত এনসিবি হেফাজতে থাকবেন ধৃত শৌভিক, মিরান্ডা ও দীপেশ।
সুশান্তর মৃত্যুতে মাদক যোগ নিয়ে তদন্ত করছে এনসিবি। গতকালের পর সোমবারও এনসিবি জিজ্ঞাসাবাদের জন্য তলব করে রিয়াকে। সংবাদমাধ্যমের ওই খবর অনুসারে, রিয়া আরও জানিয়েছেন, মাদক সম্পর্কে মেসেজ টাইপ করতে বলতেন সুশান্ত।
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -