জয়পুর: রাজস্থানের সাওয়াই-মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বলিউডের সাম্প্রতিককালের সবথেকে চর্চিত জুটি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে বলে কথা। সূত্রের খবর, যে ইভেন্ট কোম্পানিকে এই বিয়ের সমস্ত দায়-দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা বিদেশ থেকে ক্রিস্টাল বল ও ঝাড় লণ্ঠন আনিয়েছেন। বিয়েতে গোটা ব্যাপারটাই রাজকীয় হওয়া চাই, তাই এমন ব্যবস্থা। হোটেলে খুব শীঘ্রই এই সমস্ত জিনিস সাজানো হবে বলে খবর।


সিক্স সেন্সেস হোটেলে অতিথিরা যাতে সহজে পৌঁছতে পারেন সেই কারণে রাস্তার উপর নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে ইন্ডিকেটর গাড়ি পার্ক করে রাখা হয়েছে। তারকা জুটির সাত পাক ঘুরবেন হিন্দু মতে। সেই জন্য কাচের 'মণ্ডপ' তৈরি হয়েছে ইতিমধ্যেই। সেটিকে রাজওয়াড়া ঢঙে সাজানোও হয়েছে। এমনকী সেই মণ্ডপের কাচে এমনই কারুকার্য করা যা হঠাৎ দেখলে দৃষ্টিভ্রম (optical illusion) হবে।


আরও পড়ুন: Vicky Kaushal-Katrina Marriage: বৃহস্পতিতেই বিয়ে! যোধপুরের উদ্দেশে রওনা দিলেন ভিকি-ক্যাট


প্রথম থেকেই কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা ফোর্ট। চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছে বিয়ে নিয়ে। প্রত্যেক অতিথিকে দেওয়া হয়েছে সিক্রেট কোড (Secret Code), যাতে কোন অতিথি কোন ঘরে থাকছেন তা কোনও মতেই বোঝা সম্ভব নয়।


আগেই খবর পাওয়া গিয়েছিল যে, বিয়ের আসরে কোনও অতিথি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। বিদেশ থেকে চিত্রগ্রাহকদের আনা হয়েছে গোটা বিয়ে শ্যুট করার জন্য। ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিয়ের একাধিক অনুষ্ঠান চলবে। পাহারায় থাকবেন একাধিক বাউন্সার, পুলিশ আধিকারিকেরা।


জয়পুর থেকে প্রায় ১০০ জন বাউন্সারকে নিরাপত্তা ব্যবস্থার খেয়াল রাখতে নিয়োগ করা হয়েছে। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের পোশাক ডিজাইন করা হয়েছে মুম্বইয়ে। সূত্রের খবর, সোমবার রাত ৯টা নাগাদ জয়পুর থেকে গাড়ি করে সিক্স সেন্সেস ফোর্টে পৌঁছবেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। হোটেল কর্তৃপক্ষের তরফে তাঁদের স্বাগত জানানো হবে।


সোমবারই তারকা জুটির বাড়ির লোকও পৌঁছচ্ছেন হোটেলে। পরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্য আলাদা আলাদাও যাবেন যদিও। সোমবার দুপুরে ক্যাটরিনার বোন নাতাশা ও বন্ধুরা জয়পুর বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকেই গাড়িতে বিয়ের আসরে যাবেন তাঁরা। বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, চার হাত এক হবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের।