নয়াদিল্লি: স্ট্যান্ড আপ কমেডিয়ান (Stand Up Comedian) ও রিয়েলিটি টিভি স্টার (Reality TV Star) মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui Detained) সমেত ১৪ জনকে আটক করল মুম্বই পুলিশ। মুম্বইয়ের এক হুকা পার্লারে হানা দেয় পুলিশ। সেখান থেকেই আটক করা হয় ১৪ জনকে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, 'বিগ বস ১৭' বিজয়ীকে এরপর ছেড়ে দেয় মুম্বই পুলিশ। 


মুম্বই পুলিশের হাতে আটক মুনাওয়ার ফারুকি, পরে পেলেন ছাড়া


পুলিশ সূত্রে খবর, শহরের ফোর্ট অঞ্চলে একটি হুকা পার্লার নাকি বেআইনিভাবে চালানো হচ্ছিল। মঙ্গলবার সেখানে তল্লাশি চালিয়ে নগদ ৪ হাজার ৪০০ টাকা এবং ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের হুকা পট বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ তল্লাশি অভিযান শুরু হয়। তা শেষ হয় বুধবার ভোর ৫টা নাগাদ, খবর পুলিশ সূত্রে।


'সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য আইন'-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই অঞ্চলে এখনও তল্লাশি চালাচ্ছেন। এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'তল্লাশি চালানোর সময় পুলিশ দেখতে পায় স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি ও অন্যান্যরা সেখানে বসে হুকা পান করছিলেন। তাঁদের ক্রিয়াকলাপের ভিডিও রেকর্ডিংও আছে। ফারুকি ও অন্যান্যদেক আটক করা হয়, কিন্তু পরে তাঁদেরকে ছেড়েও দেওয়া হয় কারণ তাঁদের বিরুদ্ধে জামিনযোগ্য মামলা ছিল।' তাঁদের নোটিস দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া হয়। 


আরও পড়ুন: Aditi-Siddharth: চুপিচুপি বিয়ে সেরেছেন অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থ, খবর সূত্রের


৩২ বছর বয়সী এই রিয়েলিটি টিভি স্টার খ্যাতি লাভ করেন একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান ও ইউটিউবে rapper হিসেবে, বছর কয়েক আগে। ২০২১ সালে মুনাওয়ারের নাম শিরোনামে উঠে আসে যখন তিনি প্রায় ১ মাস জেল খেটে আসেন। স্ট্যান্ড-আপ শো চলাকালীন হিন্দু দেবদেবীদের নিয়ে 'আপত্তিকর' মন্তব্যের জেরে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ করা হয় তাঁর বিরুদ্ধে। সেই সময়ে সমালোচনা ও বিতর্কের মুখে দক্ষিণপন্থী একাধিক দলের থেকে হুমকি পেয়ে দুই মাসের মধ্যে ১২টি শো বাতিল হয়ে যায় তাঁর, তিনি সেই সময় কমেডি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। ২০২২ সালে মুনাওয়ার 'কামব্যাক' করেন একটি রিয়েলিটি টিভি শো 'লক আপ'-এর হাত ধরে। যেখানে প্রতিযোগীদের 'জেল'-এ থাকতে হল এবং একাধিক টাস্কের মাধ্যমে টাকা আয় করতে হত। সেই শোয়ের প্রথম সিজনের বিজয়ী ছিলেন তিনি। 'বিগ বস ১৭'-এর বিজয়ীও তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।