মুম্বই: অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা নয়, করোনা পরিস্থিতিতে অন্যরকম ভাবে উৎসব পালন করলেন রামায়ণের অভিনেত্রী। ২টি পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব নিলেন মাহিকা শর্মা।


লকডাউনের জেরে দেশের বাইরে আটকে বহু মানুষ। বিমান বন্ধ হওয়ার জেরে নিজের শহরে ফিরতে পারছেন না অনেকেই। লন্ডনে আটকে পড়েছেন অভিনেত্রী মাহিকা শর্মা। সম্প্রতি ভারতীয় রীতি অনুযায়ী অক্ষয় তৃতীয়ার তিথি গেছে। নিয়ম অনুযায়ী, এই দিন কিছু সোনার জিনিস কিনতে হয়। করোনা পরিস্থিতিতে সোনা না কিনে ২টি দরিদ্র পরিবারের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিলেন মাহিকা।

এফআইআর অভিনেত্রী বলেন, ‘অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা একটি রীতি। তবে এই পরিস্থিতিতে আমি চেষ্টা করেছি দরিদ্রদের সাহায্য করতে। আমি বর্তমানে লন্ডনে আটকে রয়েছি। মুম্বইয়ের দুটি পথে থাকা পরিবারের এক বছরের জন্য দায়িত্ব নিয়েছি।' ভরণ-পোষণ থেকে চিকিৎসা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন তিনি।

লন্ডনে থেকেই মুম্বইতে ওই পরিবারের চিকিৎসা ও থাকার ব্যবস্থা করেছেন তিনি।

আগামী দিনে বলিউডের ছবিতে দেখা যাবে তাঁকে।