মুম্বই: নয়া রেকর্ড গড়ল শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor), রাজকুমার রাও (Rajkummar Rao), পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) অভিনীত 'স্ত্রী ২' (Stree 2)। নির্মাতারা নিশ্চিত করেছেন যে এটি ভারতের 'সর্বকালের প্রথম স্থানাধিকারী হিন্দি ছবি'। শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' (Jawan) ছবির সর্বকালীন (কেবলমাত্র হিন্দি সংস্করণের ক্ষেত্রে) আয়ের পরিমাণকে ছাপিয়ে গেল 'স্ত্রী ২'। 


ইতিহাস গড়ল 'স্ত্রী ২'


বুধবার 'ম্যাডক ফিল্মস'-এর তরফে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে ঘোষণা করা হয় নয়া রেকর্ডের বিষয়ে। পোস্টার শেয়ার করা হয় একটি যেখানে উল্লেখ করা হয়, 'ভারতীয় বক্স অফিসের সর্বকালের ১ নম্বর হিন্দি সিনেমা।' ক্যাপশনে লেখা হয়, 'উনি স্ত্রী, এবং অবশেষে তিনি করে দেখিয়েছেন... হিন্দুস্তানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ১ নম্বর সিনেমা!!!'


একইসঙ্গে লেখা হয়, 'আমাদের সঙ্গে এই ইতিহাস রচনা করার জন্য সকল অনুরাগীকে অনেক অনেক ধন্যবাদ... 'স্ত্রী ২' এখনও প্রেক্ষাগৃহে সাফল্যের সঙ্গে চলছে... থিয়েটারে আসুন, আরও কিছু নতুন রেকর্ড তৈরি করা যাক।' 


 






Sacnilk.com অনুযায়ী, গত বছর মুক্তি পাওয়া শাহরুখ খানের 'জওয়ান' ছবি তামিল, তেলুগু ও হিন্দি মিলিয়ে ৬৪০.২৫ কোটি টাকার ব্যবসা করে। ভারতে ওই ছবির হিন্দি ভাষার মোট আয় দাঁড়ায় ৫৮২.৩১ কোটি টাকা। অ্যাকশন থ্রিলার ঘরানার 'জওয়ান'-এর পরিচালক ছিলেন অ্যাটলি। এই ছবির রেকর্ডকে ছাপিয়ে এখন পয়লা নম্বরে দাঁড়িয়ে 'স্ত্রী ২'। 


আরও পড়ুন: Payel Basak as Durga: অভিনেত্রী নন, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা দেখেই টিভি চ্যানেলের দুর্গা হওয়ার ডাক, উচ্ছ্বসিত পায়েল


অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী ২' ছবিতে বরুণ ধবন, অক্ষয় কুমার ও তমন্না ভাটিয়াকে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে। প্রথম সংস্করণের মতোই এই ছবিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানা। প্রসঙ্গত, এর আগে 'স্ত্রী' ছবিটিও বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। তারই দ্বিতীয় ভাগেই দেখানো হয়েছে, চান্দেরি অঞ্চলের মানুষকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে 'সরকটে'। তার হাত থেকে রক্ষা পেতে আবারও চান্দেরির বাসিন্দারা 'স্ত্রী'য়ের শরণাপন্ন হয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।