নয়াদিল্লি: ১০ অক্টোবর, ২০১১, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গজল সম্রাট জগজিৎ সিংহ। সঙ্গীত জগত একজন অসাধারণ মানুষ ও দুর্দান্ত সঙ্গীতশিল্পীকে হারায়। 


প্রয়াত সঙ্গীতশিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন বলিউড পরিচালক সুভাষ ঘাই। জগজিৎ সিংহের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'প্রিয় জগজিৎ, আজ গজলের বিশ্ব তোমাকে গজল সম্রাট হিসেবে মনে রাখে, এমনকী আমিও। কিন্তু অনেক কম মানুষই জানেন যে মুম্বইয়ে আমি বিশ্ববিদ্যালয়ের সময় থেকে তোমাকে আমার দারুণ বন্ধু হিসেবে পেয়েছি। এখনও তুমি আমার ছবির জন্য যেসব দুর্দান্ত গানগুলি গেয়েছিলে সেগুলো আছে। খলনায়কের 'ও মা তুঝে সলাম' এবং জগার্স পার্কের 'বড়ি নাজুক হ্যায় ইয়ে মঞ্জিল'। তুমি সবসময় আমার এবং গজলের জন্য জীবীত থাকবে। ভালবাসা।' 


 






তাঁর অনুরাগীরাও একাধিক পোস্ট করে স্মরণ করেছেন প্রবাদ-প্রতিম গজল গায়ককে। তাঁর একাধিক গজল শেয়ার করেছেন অনেকে। অনেকে ট্যুইটে শ্রদ্ধাও জানিয়েছেন তাঁকে।


 



 






 





আরও পড়ুন: Mumbai Drug Case: 'কঠিন সময় তাঁকে দমাতে পারবে না', শাহরুখের পাশে দাঁড়ালেন অভিনেতা রাজ বব্বর