কলকাতা: বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে সেখানে একের পর এক ছোট্ট ইউভানের মিষ্টি ভিডিও। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন 'চ্যালেঞ্জ' অভিনেত্রী। নতুন ছবির প্রোমোশন হোক কিংবা ফুচকা চ্যালেঞ্জের ভিডিও, যেকোনও কিছুই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিতে পছন্দ করেন অভিনেত্রী। মাত্র কয়েকদিন আগেই তাঁকে দেখা গিয়েছিল ঠাকুরঘরে বসে ছোট্ট ইউভানকে (Yuvaan) গান গেয়ে শোনাচ্ছেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নিজের গলায় 'বড়ে আচ্ছে লগতে হ্যায়' শুনে আপ্লুত হয়ে যান অনুরাগীরা। আর সদ্যই তিনি ছেলের মজাদার এক ভিডিও পোস্ট করেছেন। তার সঙ্গে লিখেছেন, কোন কাজটা করতে সবথেকে বেশি পছন্দ করে ইউভান।
আরও পড়ুন - Sreelekha Mitra: বুর্জ খলিফায় শ্রীলেখা মিত্র, দেখুন ভিডিও
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেন 'বস' অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভিডিওতে দেখা যাচ্ছে ছোট্ট ইউভান নিজের মনে ফুটবল খেলে চলেছে। আবার কোথাও দেখা যাচ্ছে, উঁচু ঘাসের ঢিপিতে উঠতে গিয়ে গড়িয়ে পড়ছে সে। আর ছেলের এই কর্মকাণ্ডকেই ক্যামেরাবন্দি করে ফেলেছেন শুভশ্রী। সঙ্গে লিখেছেন, 'ফুটবলই ওর প্রথম ভালোবাসা'। অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। টলিউডের অন্যান্য তারকারাও ইউভানের এমন কর্মকাণ্ড দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই চ্যালেঞ্জ নিয়ে খুব কম সময়ে কতগুলো ফুচকা খেতে পারেন, তার ভিডিও শেয়ার করেছিলেন শুভশ্রী। চ্যালেঞ্জ ছিল তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে কতগুলো ফুচকা খেতে পারেন অভিনেত্রী। সবাইকে চমকে দিয়ে তিরিশ সেকেন্ড সময়ের ৯টা ফুচকা খেয়ে ফেলেন অভিনেত্রী। ভিডিওর শেষে রাজ চক্রবর্তীকে ফুচকার থালা সরিয়ে নিয়ে যেতে দেখা যায়। আবার অভিনেত্রী নিজে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন আর এক অভিনেত্রী শ্রাবন্তীর উদ্দেশে। কিন্তু শ্রাবন্তী জানিয়েদেন যে, তিনি শুভশ্রীর মতো দ্রুত ফুচকা একেবারেই খেতে পারবেন না।