কলকাতা: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। নিজের কাজের প্রচার থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের একাধিক মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। তাঁর পোস্টের হাত ধরেই একরত্তি ইউভানকে (Yuvaan) বড় হতে দেখছেন দর্শক। এবার প্রকাশ পেল তাঁর নয়া ট্যালেন্ট। সে অস্ফূট বুলিতে আওড়ে চলল 'গায়ত্রী মন্ত্র' (Gayatri Mantra)। 


ইউভানের 'গায়ত্রী মন্ত্র', ভিডিও পোস্ট শুভশ্রীর


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানে দেখা যায় খুদে ইউভান আধো বুলিতে 'গায়ত্রী মন্ত্র' বলে শোনাচ্ছে। অস্পষ্ট উচ্চারণেই 'ওঁ ভূর্ভুবঃ স্বঃ / তৎ সবিতুর্বরেণ্যং / ভর্গো দেবস্য ধীমহি / ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ' বলার চেষ্টা। এই ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'সকলের দিন ভাল কাটুক'। ভিডিও পোস্ট হতেই পুচকেকে শুভেচ্ছা ও আশীর্বাদে ভরিয়েছেন সকলে। অভিনেত্রী মানালি দে ভালবাসা জানিয়েছেন। সাবাশি দিয়েছেন ফালাক রশিদ রায়। গায়ক অনীক ধর লেখেন, 'ঈশ্বর তোমার মঙ্গল করুন ইউভান। খুব সুন্দর মন্ত্র পাঠ করেছ তুমি। মা বাবা খুব ভাল করে শিখিয়েছেন।' শুধু ইন্ডাস্ট্রির মানুষই নন, ইউভানকে শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন শুভশ্রী ও রাজের অংসখ্য অনুরাগীও। 


 






খুদে ইউভান ধীরে ধীরে বড় হচ্ছে। স্কুলে যাচ্ছে, শিখছে পড়াশোনাও। তাঁর নানা কীর্তি ক্যামেরাবন্দি করতে থাকেন মা। কিছুদিন আগেই শুভশ্রী তাঁর 'প্রিয় গায়ক'-এর গানের ঝলকও পোস্ট করেন। ইউভানকে গাইতে শোনা যায়, 'তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া'। তার আগে খেলার ছলে পুচকের পড়াশোনা শেখার ভিডিও শেয়ার করেছিলেন তিনি। কখনও লেখাপড়া, কখনও শাঁখ বাজানো, কখনও খেলাধুলো, নায়িকার সোশ্যাল মিডিয়া খুললে, তাঁর কাজের পাশাপাশি দেখা যায় ইউভানকে নিয়ে অজস্র পোস্ট। শেয়ার করেছিলেন তাঁদের দোল উদযাপনের পোস্টও। 


আরও পড়ুন: Ranbir Kapoor Body Transformation: 'অ্যানিম্যাল' থেকে 'রামায়ণ', রণবীর কপূরের 'ইচ্ছাশক্তি, শৃঙ্খলা, সামঞ্জস্য'র প্রশংসা ফিটনেস ট্রেনারের






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।