কলকাতা: গোটা পুজোয় কখনও সাদা, কখনও কালো আবার কখনও হলুদ-সোনালি শাড়িতে সেজেছেন তিনি । কিন্তু লাল রঙটা বোধহয় তুলে রেখেছিলেন । বিজয়া দশমীতে টুকটুকে লাল শাড়িতে সাজলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সিঁদুরে রাঙা হলেন । সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই ছবি । 


আজ সোশ্যাল মিডিয়ায় নিজের বিজয়া দশমীর ছবি ভাগ করে নিয়েছেন শুভশ্রী । লাল শড়িতে সেজেছেন তিনি, খোঁপায় ফুল, গায়ে ভারি গয়না। বিয়ের পরে প্রতি বছর এই দিনটাতেই সিঁদুরে রাঙা হয়ে ওঠেন অভিনেত্রী । অন্যথা হল না এবারেও । পরিবারের সবার সঙ্গে মিলে সিঁদুর খেললেন শুভশ্রী। অনুরাগীদের শুভেচ্ছাও জানালেন । 


 






 


Paoli Dam on Durga Puja: আবাসনের পুজোয় সিঁদুরখেলা, ধুনুচি নাচ, পাওলি যেন ঘরের মেয়েআরও পড়ুন:


 


অন্যদিকে আজ, বালিগঞ্জ সার্কুলার রোডের একটি আবাসনে দেবীবরণ করলেন অভিনেত্রী পাওলি দাম (Paoli Dam)। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে পাওলি দাম জানালেন, প্রতি বছরই এই পুজোয় হাজির হন তিনি । অঞ্জলি থেকে শুরু করে পুজোর কাজ, সবেতেই হাত লাগান পাওলি। প্রায় ৫০ বছরের পুরনো এই পুজো । এই বছরও বাকি সব বছরের মতোই সিঁদুরখেলা, ধুনুচি নাচে মাতেন পাওলি । প্রতি বছর নাকি আবাসনের সবার অনুরোধ থাকে, সন্ধিপুজো আর ধুুনুচি নাচে যেন অংশ নেন পাওলি। সেই মতো এবারেও সিঁদুরে রাঙা হলেন পাওলি, পা মেলালেন ধুনুচি নাচে । বিদায়বেলায় মায়ের কানে কানে সবার ভালোই চাইলেন পাওলি । বাকিটা ? পাওলি হেসে বললেন.. 'সিক্রেট'