কলকাতা: রাজনীতির ময়দানের বিধায়ক, ক্যামেরার পিছনে লাইটস-ক্যামেরা-অ্যাকশনের পরিচালক তিনি... কিন্তু বাড়িতে? এক্কেবারে 'ফ্যামিলি ম্যান'।  আজ জন্মদিন টলিউডের পরিচালক ও তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র। সোশ্যাল মিডিয়ায় গোটা বছরেরই টুকরো টুকরো খুশির ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)।  


জন্মদিনের রাতে সাদা কেক কেটে দিনটা শুরু করেছিলেন রাজ চক্রবর্তী। আর অবশ্যই কেক কাটার সময় হাতের ওপর হাত রাখেন শুভশ্রী। দুজনেই পরেছিলেন সাদা পোশাক। সাদা দোতলা কেকে ছুরি বসিয়ে দিনের উদযাপন শুরু করেন তাঁরা। একে অপরকে কেক খাইয়ে দেন। এরপরে রাজ কেক খাইয়ে দেন সবাইকেই। তবে এদিন রাজ-শুভশ্রীর সঙ্গে ছিল না ইউভান ও ইয়ালিনি। 


আজ সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী অবশ্য যে পোস্টটি শেয়ার করে নিয়েছেন, সেখানে রয়েছে ঘুরতে যাওয়া থেকে শুরু করে বাড়িতে সময় কাটানো, মলদ্বীপ-ভ্রমণের ছবি ও একান্তে কাটানো রোম্যান্টিক মুহূর্ত। আবার ভেসে উঠেছে রাজের পুজো করা থেকে শুরু করে গানের সঙ্গে নাচ করার দৃশ্যও। সেই রিলটি পোস্ট করে শুভশ্রী লিখেছেন, 'আমার স্নোম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান এবং সেরা, সেরা মানুষ। তোমায় সবার চেয়ে বেশি ভালবাসি। শুভ জন্মদিন রাজ।'


২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মহাসমারোহে তাঁদের বিয়ে হয়েছিল। বর্তমানে টলিউডের অন্যতম পাওয়ার কাপল বলা হয় তাঁদের। দুই সন্তান সামলেও নিজের কেরিয়ারে একের পর এক কাজ করে চলেছেন শুভশ্রী। রাজও কাজ করছেন বিভিন্ন মাধ্যমে। শুভশ্রীর শেষ করা কাজগুলির মধ্যে 'ইন্দুবালা ভাতের হোটেল' অন্যতম প্রশংসিত একটি কাজ। প্রযোজনাতেও পা রেখেছেন শুভশ্রী। রাজও ওটিটি প্ল্যাটফর্মে পা রেখে কাজ করছেন পরিচালনায়।


তবে বাড়ির বাইরে উদযাপন হলেও, সবসময়েই বাড়িতে বিশেষ আয়োজন হয়ে থাকে রাজ-শুভশ্রীর জন্মদিনে। তাঁরা দুজনেই পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন যে...


 






আরও পড়ুন: Rakul Jacky Wedding: দুই নিয়মে এক হবে চার হাত, মনমাতানো সঙ্গীত রকুল-জ্যাকির বিয়েতে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।