নয়াদিল্লি: শাহরুখ খান-সলমন খান-আমির খানদের দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তির বৈধতা খতিয়ে দেখা হোক। প্রয়োজনে ইডি ও সিবিআই-কে দিয়ে তদন্ত করানো হোক। এমনই দাবি জানালেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী।

শনিবার তিনি ট্যুইট করেছেন, ‘এই তিন খান মাস্কেটিয়ার্স দেশে-বিদেশে, বিশেষ করে দুবাইয়ে যে সম্পত্তি করেছে, তা নিয়ে তদন্ত হওয়া উচিত। কারা ওঁদের বাংলো ও সম্পত্তি উপহার দিল! কিনে থাকলে কীভাবে কিনলেন, তা খতিয়ে দেখতে ইডি, আইটি ও সিবিআই-এর স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট)-কে দিয়ে তদন্ত করানো উচিত। ওঁরা কি আইনের ঊর্ধ্বে?’



এর আগে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত চেয়েছিলেন স্বামী। সুশান্তের মৃত্যুর পর বলিউডের বড় নামদের চুপ করে থাকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। স্বামী জানিয়েছিলেন, সুশান্তের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত সম্ভব কি না, তা খতিয়ে দেখতে তিনি আইনজীবী নিয়োগ করেছেন।