Nawazuddin Siddiqui: বলিউডের বিগ স্ক্রিনে যাদের দেখা যায়, তাদের জীবনের লড়াইটাও কিন্তু ছবির গল্পের লড়াইয়ের থেকে কম কিছু নয়। প্যাশন আর ডেডিকেশন বুকে নিয়ে লাখ লাখ ভাগ্যান্বেষীদের মধ্যে থেকে নিজের যোগ্যতায় নিজেকে প্রতিষ্ঠিত করেন বহু অভিনেতা। শাহরুখ খান থেকে হাল আমলে পঙ্কজ ত্রিপাঠী, তাদের জীবনের কঠিন লড়াই অনুসরণযোগ্য। তেমনই একজন গুণী শিল্পী নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui Success Story)। হিন্দি ছবির জগতে পা রাখার আগে সংসার চালানোর জন্য নানা ধরনের অদ্ভুত অদ্ভুত কাজ করতে হয়েছে তাকেও। কখনও পাহারাদারের কাজ, কখনও ধনেপাতা বিক্রি- লড়াই তারও কিছু কম ছিল না। অনুরাগ কাশ্যপের ছবি 'গ্যাংস অফ ওয়াসিপুর'-এ অভিনয় করেই অভিনেতা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। তবে এর আগের ১২টা বছর কীভাবে কেটেছে তাঁর ? কতটা কঠিন ছিল লড়াই ?
২০১৯ সালে এক সাক্ষাৎকারে নওয়াজ (Nawazuddin Siddiqui Success Story) নিজের জীবনের অনেক ঘটনার কথা তুলে আনেন। 'হিউম্যানস অফ বম্বে'-কে দেওয়া সেই সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন জানান যে তাঁর আর্থিক অবস্থা মোটেও তখন খুব একটা ভাল ছিল না। বন্ধুদের থেকে ধারদেনা করতেন প্রায়ই, বলতেন ২ দিনের মধ্যেই মিটিয়ে দেবেন। তারপর দুদিন পরে অন্য আরেকজনের থেকে ধার নিয়ে সেই বন্ধুর ধার মেটাতেন নওয়াজ। আরও চারজনের সঙ্গে একটা ফ্ল্যাটে থাকতেন তিনি। বেঁচে থাকাটাই সেখানে কঠিন লড়াই ছিল। কখনও চৌকিদারের কাজও করেছেন তিনি, কখনও রাস্তার ধারে দাঁড়িয়ে ধনেপাতা বিক্রি করেছেন। আবার অভিনয়ের ওয়ার্কশপেও গিয়েছেন তিনি। ১০০টিরও বেশি অডিশন দিয়েছেন নওয়াজ, যখন যেখানে সামান্য কাজ পেতেন করতেন তিনি। কোনও পছন্দের জায়গা ছিল না। নওয়াজ জানান, এভাবেই কেটেছে ১২ বছর। তারপর 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবিতেই ব্রেক পান নওয়াজউদ্দিন।
'মুন্নাভাই এমবিবিএস' ছবিতে একটা অপাংক্তেয় চরিত্রে অভিনয় করেছিলেন, সেখান থেকে 'লাঞ্চ বক্স' ছবিতে অভিনয় করে জিতে নিলেন ফিল্মফেয়ার পুরস্কার। 'সরফরোশ' ছবিতে তাঁকে দেখেও কেউ চিনতে পারেনি। কিন্তু সেই নওয়াজই যখন গনেশ গায়তোন্ডের চরিত্রে অভিনয় করেন, সারা দেশবাসীর কাছে একডাকে পরিচিত হন তিনি। তাঁর নিজের কথায়, 'আমি একজন ওয়াচম্যান থেকে হয়ে উঠেছি ওয়াচ-মি-ম্যান...'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Anupam Kher Office Robbery Case: অনুপম খেরের অফিসে ডাকাতি, মুম্বই পুলিশের জালে ২