হায়দরাবাদ: বৃহস্পতিবার রঙ্গা রেড্ডি জেলার শাদনগর থেকে উদ্ধার হয়েছে ২৬ বছরের পশু চিকিৎসকের দগ্ধ দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই চিকিৎসকের ওপর শারীরিক নির্যাতন করার পর তাঁকে পুড়িয়ে মারা হয়েছে। এই ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার করেছে তেলঙ্গনা পুলিশ। এরই মধ্যে শাদনগর সংলগ্ন এলাকা থেকেই উদ্ধার হল আরও এক মহিলার আধপোড়া দেহ।


আরও পড়ুন- রাস্তায় বাইক খারাপ , পরদিন দগ্ধ দেহ উদ্ধার হায়দরাবাদের তরুণী চিকিৎসকের, ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার অভিযুক্তরা


সাইবরাবাদ পুলিশ কমিশনার ভিসি সজ্জনগর সংবাদসংস্থাকে জানিয়েছেন, “শামশাবাদের একটি এলাকা থেকে দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে।” পুলিশ সূত্রের খবর, পশু চিকিৎসকের দেহ যে অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে তার কয়েক কিলোমিটারের মধ্যেই এই মহিলার দেহ উদ্ধার হয়েছে। পরপর ২টি মহিলার খুনের ঘটনায় কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


আরও পড়ুন- ‘বোনকে ফোন না করে পুলিশকে জানালে হয়ত বিপদ এড়ানো যেত’, তেলঙ্গনায় পশু চিকিৎসক খুনে মন্তব্য মন্ত্রীর