মুম্বই: দীপিকা পাদুকোন নাকি তাঁর সতীন! এমন কথা বললেন অভিনেতা অর্জুন কপূর। কেন এমনটা বললেন তিনি? সে-কথাও জানিয়েছেন বনি-পুত্র।
‘গুন্ডে’ ছবির কথা মনে পড়ে? সেই ছবিতে রণবীর-অর্জুন ছিলেন সহ অভিনেতা। কিন্তু রণবীর সিংহের সঙ্গে অর্জুনের বন্ধুত্বের সমীকরণটা ছিল এক্কেবারে আলাদা।
এক সাক্ষাৎকারে অর্জুন মজা করে বলেন, ‘রণবীর এখনও আবার ডাবিং দেখে, আমার অভিনয় করা গানগুলো দেখে, তারপর লম্বা ভয়েস মেসেজ পাঠায়। আমার গালে চুমুও দেয়। আমাদের সম্পর্কটা একটুও বদলায়নি। আমি তো দীপিকাকে বলি, আমি ওর সতীন। আমাদের সম্পর্কের উষ্ণতায় এতটুকু ভাটা পড়েনি।’
আপাতত অর্জুন আশুতোষ গোয়ারিকরের ‘পাণিপথ’ মুক্তির অপেক্ষায়। এই ছবিতে অর্জুন মারাঠি যোদ্ধা সদাশিবের ভূমিকায় অভিনয় করেছেন। ৬ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। ‘পাণিপথ’-এ অভিনয় করেছেন কৃতী স্যানন। আছেন সঞ্জয় দত্তও। সঞ্জয় এই ছবিতে আহমেদ শাহ আব্দলীর চরিত্রে অভিনয় করেছেন। পাণিপথের তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি।
দীপিকা পাদুকোন তাঁর সতীন! কেন এমনটা বললেন অর্জুন কপূর
Web Desk, ABP Ananda
Updated at:
30 Nov 2019 09:16 AM (IST)
‘গুন্ডে’ ছবির কথা মনে পড়ে? সেই ছবিতে রণবীর-অর্জুন ছিলেন সহ অভিনেতা। কিন্তু রণবীর সিংহের সঙ্গে অর্জুনের বন্ধুত্বের সমীকরণটা ছিল এক্কেবারে আলাদা।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -