সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বসিরহাট উপ সংশোধনাগার থেকে পালাল ৩ বিচারাধীন বন্দি। জেল সূত্রে খবর, বাথরুমের জানালা ভেঙে, পাঁচিল টপকে পালিয়ে যায় ৩ জন। সংশোধনাগারের নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে কীভাবে পালাল তাঁরা? উঠছে প্রশ্ন।ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। 



Gariahat Murder Update: কাঁকুলিয়া রোডে জোড়া খুনের তদন্তে আরও কয়েকজনকে তলব লালবাজারের


তখন ভোররাত। শুনশান জেল চত্বর। আর সেই সুযোগেই চম্পট তিন বন্দির। উত্তর ২৪ পরগনার বসিরহাট উপ সংশোধনাগার থেকে তিন বিচারাধীন বন্দীর বেপাত্তা  হওয়ার ঘটনায় হুলুস্থুল বসিরহাটের পুলিশ ও প্রশাসনিক মহলে। জেল সূত্রে খবর, বাথরুমের জানালা ভেঙে, পাঁচিল টপকে পালিয়েছে ৩ জন। সকালে গুনতির সময় হিসেব না মেলায় জানা যায় ঘটনাটি। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


Nadia: মৃতদেহ নিয়ে শ্মশানে ডিজে বাজিয়ে নাচ ঘিরে দু'পক্ষের বচসা, ধারাল অস্ত্রের আঘাতে মৃত্যু যুবকের


পুলিশ সূত্রে খবর, পলাতক আসামী সাদ্দাম মোল্লা ও মীর আরিফুলকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগে গ্রেফতার করেছিল হাড়োয়া থানার পুলিশ। অন্যদিকে, বাপি শেখকে পাচার ও চুরির অভিযোগে গ্রেফতার করে বাদুড়িয়া থানা। জেল সূত্রে খবর, কিছুদিন আগেই গ্রেফতার করা হয়েছিল এই ৩ জনকে। করোনা আবহে জেলের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল তাদের। 


Hooghly: কোন্নগরে উদ্ধার গবেষক ছাত্রীর ঝুলন্ত দেহ, 'প্রেমিক আত্মহত্যা করায় আত্মঘাতী', দাবি পরিবারের


বসিরহাট মহকুমা শাসক জানিয়েছেন, ভোরের দিকে পালিয়েছে তিন বিচারাধীন বন্দি। এই ঘটনায় ডিআইজি তদন্ত করে দেখবেন।


Petrol and Diesel Prices Today পরপর তিনদিন বাড়ল জ্বালানির দাম, সেঞ্চুরির আরও কাছে ডিজেল


বন্দি পালানোর ঘটনা বসিরহাট থানাকে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। কিন্তু সংশোধনাগারের নিরাপত্তা বেষ্টনি টপকে কীভাবে পালিয়ে গেল ৩ জন? সেই প্রশ্নটাই উঠছে ঘুরে ফিরে।