মুম্বই: বি-টাউনের সবচেয়ে আকর্ষণীয় দম্পতির তালিকায় অন্যতম নাম হল শাহরুখ খান ও তাঁ স্ত্রী গৌরী খান। প্রায়ই, দুজনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াকে কব্জা করে রাখে। ফের একবার সুপারস্টার ও তাঁর স্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। সম্প্রতি, গৌরী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্বামী ও মেয়ে সুহানার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কিং খানকে দুদিক থেকে গালে চুম্বন করছেন স্ত্রী ও মেয়ে।
এই ছবি শেয়ার করে গৌরী লেখেন, প্রত্যেকদিন ওর এই চুম্বন প্রাপ্য। প্রসঙ্গত, এই ছবিটি দীপাবলির সময় তোলা। যা গৌরী সম্প্রতি পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় আসার কিছুক্ষণের মধ্যেই গৌরীর শেয়ার করা এই ছবিটি ভাইরাল হয়ে যায়। ছবিতে সুহানাকে ভীষণই মিষ্টি দেখাচ্ছে। অন্যদিকে, শাহরুখ-গৌরী এক কথায় অনবদ্য।