মেয়ে সুহানার হাতে প্রথম মডেলিংয়ের অফার, উত্তেজনা চেপে রাখতে পারলেন না শাহরুখ পত্নী গৌরী
ABP Ananda, Web Desk | 13 Mar 2018 01:44 PM (IST)
মুম্বই: শাহরুখ খানের মেয়ে সুহানা যে বলিউডে আসতে চায় তা সকলের জানা। অবশেষে এবার গ্ল্যামার জগতে প্রথম পদক্ষেপ করতে চলেছেন তিনি। সুহানার বেস্ট ফ্রেন্ড চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন কর্ণ জোহরের মত প্রযোজকের ছবিতে কাজ করার সুযোগ। তাঁকে দেখা যাবে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২-তে টাইগার শ্রফের বিপরীতে। সেফ আলি খানের মেয়ে সারা ও শ্রীদেবী কন্যা জাহ্নবীর ছবির শ্যুটিংও চলছে। সুহানাকে গত বছর কর্ণ জোহরের অফিসেও দেখা যায় হেয়ার স্টাইলিস্ট ও মেক আপ আর্টিস্টদের সঙ্গে। কিন্তু বাদ সাধেন খোদ শাহরুখ খান। কড়া বাবার মত তিনি হুকুম জারি করেন, পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত মেয়েকে বলিউড মুখো হতে দেবেন না তিনি। আর সুহানার পড়া শেষ হতে এখনও দেরি, লন্ডনে স্কুলে পড়ছেন তিনি। কিন্তু এবার তাঁর ভাগ্যে কিছুটা হলেও শিকে ছিঁড়তে চলেছে। মা গৌরী খান জানিয়েছেন, তাঁর মেয়ে একটি পত্রিকার জন্য শ্যুটিং করবেন। তিনি এখনই ওই পত্রিকার নাম প্রকাশ করবেন না কিন্তু তাঁর কাছে এটাই এখন সবথেকে উত্তেজনার খবর। এসআরকে বরাবর জানিয়েছেন, সুহানা অভিনেত্রী হতে চান। মঞ্চে তাঁর অভিনয় যথেষ্ট নজরকাড়া। কিন্তু তাঁর কথা খুব পরিষ্কার- আগে পড়া শেষ কর, তারপর যা ইচ্ছে কর। তাঁদের সব কাজে তাঁর সমর্থন রয়েছে।