এ ধরনের কমেন্টের স্ক্রিনশট শেয়ার করে সুহানা লিখেছেন, যখন তাঁর বয়স ১২, তখন তাঁকে দেখতে ভালো নয় বলা হয়েছিল। সুহানা লিখেছেন, ওই সময় অনেক কিছু হয়েছিল, আর ওটা ছিল সেগুলির মধ্যে একটা। এটি এমন একটি বিষয় যার বদল হওয়া দরকার। এটা শুধু আমারই নয়, সমস্ত তরুণ-তরুণীদের প্রযোজ্য, যারা অকারণেই হীনমন্যতার শিকার হয়ে পড়ে। এখানে আমার অ্যাপিয়ারেন্স নিয়ে কিছু মন্তব্য করা হয়েছে। যখন আমার ১২ বছর বয়স ছিল, তখন আমাকে বলা হয়েছিল যে, আমি দেখতে ভালো নয়। ওদের মধ্যে ছেলেও ছিল, মেয়েরাও ছিল। প্রকৃতপক্ষে তারা প্রাপ্তবয়স্ক ছিল। এটা ছাড়াও দুঃখের কথা হল, আমরা ভারতীয়রা বাদামি বর্ণের। হ্যাঁ, এরমধ্যে অবশ্য কিছু হেরফের রয়েছে। এই বাস্তব থেকে যতই দূরে থাকার চেষ্টা করা হোক না কেন, তা সফল হয় না। নিজেদের লোকজনকে ঘৃণা করা মানে নিজের সম্বন্ধেই নিরাপত্তাহীনতায় ভোগার সামিল।
সুহানা ট্রোলারদের নিশানা করে বলেছেন, চলতি ধারনার বশবর্তী না হয়ে নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তিনি লিখেছেন,আমার আশা, এটা জানতে সহায়ক হবে যে, আমি ৫"৩ ও বাদামি। আমি এতে খুবই খুশি।আশা করছি, আপনারাও হবেন।