পরিবারের সঙ্গে ক্যালিফোর্নিয়া গিয়েছিলেন শাহরুখও। কিন্তু ছবির প্রমোশনে দেশে ফিরে আসেন তিনি। কিন্তু মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে গৌরী রয়ে গিয়েছেন ও দেশেই। ইনস্টাগ্রামে ছেলে ও মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি।
শাহরুখ-গৌরীর বড় ছেলে আবরাম ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ছাত্র। পরিবারের সঙ্গে তিনিও ছিলেন কিছুদিন। সেখানে তাঁর অধ্যাপকের সঙ্গে দেখা করেন শাহরুখ-গৌরী।
এছাড়া শাহরুখও পোস্ট করেন কয়েকটি ছবি।