লকডাউনে ঘরবন্দি, অনলাইনে বেলিডান্স শিখছেন শাহরুখ-কন্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Apr 2020 10:36 PM (IST)
অনলাইনে বেলি ডান্স শিখছেন শাহরুখ কন্যা! ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন সুহানার ট্রেনার সঞ্জনা।
এখন সুহানার অনুরাগীরা তাঁর প্রথম ছবির জন্য অপেক্ষায় থাকবেন। ছবি-ইনস্টাগ্রাম
মুম্বই: বলি সেলেবদের স্টারকিডদের মধ্যে অবশ্যই অন্যতম হলেন শাহরুখ খানের মেয়ে সুহানা। এখনও বলিউডে পা রাখেননি। তবে এর মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন অষ্টাদশী সুহানা। আপাতত নিউ ইয়র্কে পড়াশোনা করছেন। কিন্তু লকডাউনের জেরে বন্ধ কলেজ। তাই বাড়িতে বসেই নতুন এক চর্চায় মজেছেন সুহানা। অনলাইনে বেলি ডান্স শিখছেন শাহরুখ কন্যা! ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন সুহানার ট্রেনার সঞ্জনা। ইতিমধ্যেই 'দ্য গ্রে পার্ট অফ ব্লু' শর্ট ফিল্মে অভিনয় করেছেন সুহানা। ইনস্টাগ্রামে নতুন শখের কথা পোস্ট করেছেন তিনি নিজেও। লিখেছেন, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছেন। বিভিন্ন পার্টি থেকে অনুষ্ঠান - তাঁকে দেখা যায় শাহরুখের পাশে। সুহানার শেয়ার করা যে কোনও ছবি ভাইরাল হতে সময় লাগে না নেট দুনিয়ায়। এবার তাঁর বেলিডান্স শেখা নিয়েও প্রবল কৌতূহলী সকলে।