অনলাইনে বেলি ডান্স শিখছেন শাহরুখ কন্যা! ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন সুহানার ট্রেনার সঞ্জনা।
ইতিমধ্যেই 'দ্য গ্রে পার্ট অফ ব্লু' শর্ট ফিল্মে অভিনয় করেছেন সুহানা। ইনস্টাগ্রামে নতুন শখের কথা পোস্ট করেছেন তিনি নিজেও। লিখেছেন, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছেন।
বিভিন্ন পার্টি থেকে অনুষ্ঠান - তাঁকে দেখা যায় শাহরুখের পাশে। সুহানার শেয়ার করা যে কোনও ছবি ভাইরাল হতে সময় লাগে না নেট দুনিয়ায়। এবার তাঁর বেলিডান্স শেখা নিয়েও প্রবল কৌতূহলী সকলে।