নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনিকেও মাঠে মন্দ কথা শুনতে হয়েছিল। এমনকী, তাঁর সতীর্থের থেকেও। যদিও সেই সতীর্থ এখন অনুতপ্ত। ধোনিকে গালাগাল দেওয়ায় তিনি এখনও মানসিক কষ্টে ভোগেন।

ধোনির সেই সতীর্থ আশিস নেহরা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে যিনি জানিয়েছেন, ক্যাচ নষ্ট হওয়ায় তিনি একবার ধোনিকে গালাগাল দিয়েছিলেন এবং সেই আচরণের জন্য তাঁর কোনও গর্ব হয় না।

ঘটনাটি ২০০৫ সালের পাকিস্তান ক্রিকেট দলের ভারত সফরের সময়ের। নেহরা বলেছেন, ‘বিশাখাপত্তনমের ম্যাচটির কথা আমার স্পষ্ট মনে আছে। সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ছিল। আমার বলে শাহিদ আফ্রিদির ক্যাচ উইকেটকিপার ধোনি আর প্রথম স্লিপে দাঁড়ানো রাহুল দ্রাবিড়ের মধ্যে দিয়ে গলে যাওয়ার পর আমার গালাগাল দেওয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তবে লোকে মনে করেন সেটা বিশাখাপত্তনমের ম্যাচেরই ভিডিও। যদিও ঘটনাটা আমদাবাদের চতুর্থ ওয়ান ডে-র। তবে স্বীকার করছি, ওই ব্যবহারের জন্য আমি মোটেও গর্ব অনুভব করি না।’

মেজাজ হারানোর কারণও ব্যাখ্যা করেছেন নেহরা। বলেছেন, ‘আগের বলেই ছক্কা মেরেছিল আফ্রিদি। ভারত-পাকিস্তান ম্যাচের চাপ তো ছিলই। আচমকা একটা সুযোগ তৈরি করেও নষ্ট হয়। তাই মেজাজ হারিয়েছিলাম। ধোনি ও দ্রাবিড় দুজনই ওই ঘটনার পর আমার সঙ্গে স্বাভাবিকই ছিল। তবে সেটা আমার ব্যবহারের জন্য কোনও অজুহাত হতে পারে না।’