কলকাতা: কোচবিহারে গাছে মাচা করে কোয়ারেন্টিন সেন্টার। কেউ আক্রান্ত হলে, তাকে রাখার জন্য গাছের উপরে মাচা করে কোয়ারেন্টিন সেন্টার করেছেন চা বাগানের এক কর্মী। ওই কর্মী এবিপি আনন্দকে জানিয়েছেন, করোনা থেকে বাঁচতে মানুষকে গৃহবন্দি থাকতে বলা হচ্ছে, সে কথা মাথায় রেখেই তিনি গাছের ওপর এই ‘কোয়ারেন্টিন সেন্টার’ বানিয়েছেন। সরকারি সাহায্য পেলে আরও ভাল ‘কোয়ারেন্টিন সেন্টার’ বানাতে পারতেন বলেও জানিয়েছেন তিনি।
পড়ুন: আইসিউ স্যুইচই খুঁজে পেলেন না স্বাস্থ্যকর্মী, মৃত্যু হল রোগীর!
প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩৭৪। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ আরও ৪৭২। মৃত্যু হয়েছে ৭৯ জনের। তবে ২৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন করে পাঞ্জাবে ৬ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। গুজরাতের সুরাতে মৃত্যু হয়েছে এক করোনা আক্রান্তের।
দেখুন: চিমটি দিয়ে ধরে ইস্ত্রিতে সেঁকে চেক জীবাণুমুক্ত করছেন ব্যাঙ্ককর্মী! ভাইরাল ভিডিও
দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ওই রাজ্যে আক্রান্ত ৪৯০ জন। এরপরই আছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৮৫। দিল্লিতে করোনা আক্রান্ত ৪৪৫। কেরলে করোনা আক্রান্তের সংখ্যা ৩০৬। ইতিমধ্যে করোনা সংক্রমণ ঠেকাতে আইসিএমআর পরামর্শ দিয়েছে, কেউ যেন রাস্তায় পান বা তামাক খেয়ে পিক না ফেলেন। লকডাউন অমান্য করার ঘটনা আটকাতে গুয়াহাটি ও দেহরাদুনে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে পুলিশ।