নয়াদিল্লি: বলিউডে তারকা সন্তানদের দিয়ে মাতামাতি কম হয় না। শাহরুখ খানের মেয়ে সুহানাও এর ব্যতিক্রম নন। তাঁকে ঘিরেও সিনে মহলে চর্চা কম নয়। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে যে, সুহানাকেখুব শীঘ্রই রূপোলি পর্দায় দেখা যেতে পারে। কর্ণ জোহরের বড় ব্যানারেই বলিউডে অভিষেক হতে পারে সুহানার। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা এখনও হয়নি। যদিও এরইমধ্যে সুহানা তাঁর প্রথম ফটোশ্যুট করলেন।
ভোগ ম্যাগাজিনের কভার পেজে সুহানার অভিষেক হল। আর সবচেয়ে উল্লেখযোগ্য হল, সুহানার বাবা শাহরুখই এর লঞ্চ করলেন। শাহরুখ তাঁর ট্যুইটার পেজে কভার পেজে সুহানার ছবি সম্বলিত ম্যাগাজিন হাতে নিজের একটা ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ওকে আজ আরও একবার নিজের হাতে তুলছি।



মা গৌরি খানও সুহানার একটা ছবি শেয়ার করে ম্যাগাজিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। ম্যাগাজিনের জন্য সুহানা যে ফটোশ্যুট করেছেন তার দুটি ছবি সামনে এসেছে।
ম্যাগাজিন তাদের ইন্সটাগ্রাম পেজে সুহানার ছবি শেয়ার করে লিখেছে, এটা একটা নয়া জমানার সূচনা, সুহানা খানের সঙ্গে পরিচিত হোন।