ভোগ ম্যাগাজিনের কভার পেজে সুহানার অভিষেক হল। আর সবচেয়ে উল্লেখযোগ্য হল, সুহানার বাবা শাহরুখই এর লঞ্চ করলেন। শাহরুখ তাঁর ট্যুইটার পেজে কভার পেজে সুহানার ছবি সম্বলিত ম্যাগাজিন হাতে নিজের একটা ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ওকে আজ আরও একবার নিজের হাতে তুলছি।
মা গৌরি খানও সুহানার একটা ছবি শেয়ার করে ম্যাগাজিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। ম্যাগাজিনের জন্য সুহানা যে ফটোশ্যুট করেছেন তার দুটি ছবি সামনে এসেছে।
ম্যাগাজিন তাদের ইন্সটাগ্রাম পেজে সুহানার ছবি শেয়ার করে লিখেছে, এটা একটা নয়া জমানার সূচনা, সুহানা খানের সঙ্গে পরিচিত হোন।