কলকাতা: অভিনয়ে আসার কোনও পরিকল্পনা ছিল না তাঁর। এই পেশাকে বেছে নিয়েছিলেন ব্যক্তিগত জীবনের কিছুটা টালমাটাল সময়েই। নিজের থেকে পালানোর সবচেয়ে সোজা উপায় মনে হয়েছিল অন্য চরিত্র হয়ে ওঠা। সময় পেরিয়েছে। তরুণ সেই অভিনেতাই এখন টলিউডের নতুন প্রজন্মের অন্যতম পরিচিত মুখ। পরিচালকদের পছন্দও বটে। 'দ্য একেন' থেকে 'ব্যোমকেশ হত্যামঞ্চ', 'ইন্দু' থেকে 'ডাকঘর', অবাধ বিচরণ অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়ের (Suhatra Mukherjee)। এবিপি লাইভের (ABP Live) সঙ্গে ফেলে আসা সময় ফিরে দেখলেন অভিনেতা। 


তিনি নাকি অভিনয় শুরু করেছিলেন নিজের জন্য, নাকি নিজের থেকে পালানোর জন্য? সুহোত্র বলছেন, 'বাড়ি থেকে প্রথমে আমার অভিনয়ে আসার সিদ্ধান্তকে সমর্থন করেনি কেউই। প্রত্যেক মধ্যবিত্ত পরিবারে যেমনটা হয়, আমার গল্পটাও ব্যতিক্রম ছিল না। এই পেশায় সবাই উজ্জ্বল ভবিষ্যৎ তৈরী করতে পারে না। আমায় নিয়ে বাড়ির সবারও সেই আশঙ্কাই ছিল। যে সময় অভিনয় শুরু করি, তখন নিজেকে নিয়ে আমি খুশি ছিলাম না। অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলাম। অভিনয় করব ঠিক করে ফেলেছি ততদিনে, কিন্তু রাস্তাটা আমার কাছে অজানা ছিল। তারপর আস্তে আস্তে অভিনেতা হয়ে ওঠার এই সফরটাকে আমি তারিয়ে তারিয়ে উপভোগ করতে শুরু করলাম। কীভাবে নিজেকে ভুলে একজন অন্য চরিত্র হয়ে ওঠা যায়, সেটা শিখলাম। নিজের অবসাদ, বিরক্তি সবকিছু থেকে সেই সময়ে পালাতে সাহায্য করেছিল অভিনয়। এখন অভিনয়কে ভালোবাসি, প্রতিটা মুহূর্ত উপভোগ করি। এখন একটা কাজ থেকে আরও একটা কাজের ডাক পাই, পরিচালকের প্রশংসা আমায় সাহস দেয়, শেখায়ও। ভবিষ্যৎ ভাবি না কখনও। আমি দেখতে চাই অভিনয়ের সফরটা আমায় কোথায় নিয়ে যায়।'


আরও পড়ুন: Suhotra Mukhopadhay Exclusive: 'অনেক গুণী মানুষ অজিতের অভিনয় করেছেন, সেই তালিকায় নিজের নাম দেখে ভালো লাগছে'


সুহোত্র এবার 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-র অজিত। সেই সুযোগও সুহোত্রর কাছে এসেছিল বেশ আচমকাই। তখন 'দ্য একেন'-এর শ্যুটিং চলছে। দার্জিলিং থেকে ডুয়ার্সের পথে এক জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি। হটাৎ ফোন বেজে উঠল, ওপারে অরিন্দম শীল (Arindam Sil)। বললেন, 'সুহোত্র, তোমার সঙ্গে এক আগে একদিন গল্প হল মনে আছে? তখন তোমায় বলিনি। আমি আমার পরবর্তী ব্যোমকেশের অজিত হিসেবে তোমায় ভাবছি। তুমি কি কাজটা করবে?' ঘোর কাটিয়ে রাজি হয়ে গেলেন। এখন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় ব্যোমকেশ আর নিজেকে বড়পর্দায় দেখার অপেক্ষায় সুহোত্র।