সারা বিশ্বে ৩০০ কোটির বেশি ব্যবসা করেছে সলমনের ‘সুলতান’
Web Desk, ABP Ananda | 12 Jul 2016 09:36 AM (IST)
মুম্বই: ঈদে মুক্তি পেয়েছিল সলমন খানের ‘সুলতান’। সারা দুনিয়ায় পাঁচ দিনে তিনশো কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ‘সুলতান’। আর এরসঙ্গে সঙ্গে নয়া রেকর্ড গড়ে ফেলেছেন সলমন-অনুষ্কা অভিনীত ‘সুলতান’। মুক্তির প্রথম সপ্তাহেই সপ্তাহশেষে এত টাকার ব্যবসা এরআগে আর কোনও বলিউডি ছবি করেনি। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সুলতান’ জুলাইয়ের সাত তারিখ পর্দায় মুক্তি পায়। মুক্তির পাঁচদিনের মধ্যে এই ছবি ২৫২.৫ কোটি টাকার ব্যবসা করেছে ভারতে, বিদেশের বাজার থেকে ৯২ কোটি টাকা তুলেছে এই ছবি। ছবিতে কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করা সলমন-অনুষ্কা সারা বিশ্বে তাঁদের অভিনয়ের জন্যে প্রশংসা কুড়িয়েছেন।