পরিচালক আলি আব্বাস জাফর টুইটারে নিশ্চিত করে জানিয়েছেন, ঈদেই মুক্তি পাচ্ছে 'সুলতান'।
যশ রাজ ফিল্ম প্রযোজিত ‘সুলতান’-এ একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সলমনকে। এই ছবিতে অভিনয় করেছেন অনুষ্কা শর্মাও। সুখবিন্দর সিংহের গাওয়া সুলতান-এর টাইটেল ট্র্যাকটিও শেয়ার করেছেন পরিচালক।