ছত্তীসগড়ের শিবানী যাদব পেলেন ‘মিস গ্র্যান্ড ইন্ডিয়া’ ২০১৯- এর খেতাব। ‘মিস ইন্ডিয়া ইউনাইটেড কন্টিনেন্টস ২০১৯’ এর খেতাব গেল বিহারের শ্রেয়া শঙ্কর।
এবার থাইল্যান্ডে ‘মিস ওয়ার্ল্ড ২০১৯’-এ ভারতের প্রতিনিধিত্ব করবেন ২০ বছরের সুমন রাও।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুমন বলেন, যদি কেউ কোনও বিশেষ লক্ষ্য স্থির করে ও সেদিকেই এগিয়ে যায় তাহলে শরীরের প্রত্যেকটা স্নায়ু সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করে।
এই অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে বিচারকের আসনে ছিলেন বলিউডের কোরিওগ্রাফার রেমো ডি’সুজা, অভিনেত্রী হুমা খুরেশি ও চিত্রাঙ্গদা সিং, ফ্যাশান ডিজাইনার ফাল্গুনী শানে ও ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ ও মৌনী রায়ের ডান্স পারফরমেন্স।
গোটা অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন কর্ণ জোহর ও মনীশ পল।