কলকাতা: ল্যাম্পপোস্টের নিচে বসে পড়াশোনা করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এখন ল্যাম্পপোস্টের নিচে বসে টেবিল চেয়ার নিয়ে পড়াশোনা করছে 'সুন্দরবনের বিদ্যাসাগর'! সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'সুন্দরবনের বিদ্যাসাগর'-এর ট্রেলার জুড়ে রইল এক ছাত্রের প্রতি প্রত্যাশা আর তার বদলে যাওয়া জীবনের গল্প।
টলিউডে ফের নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন ঋদ্ধি সেন (Riddhi Sen)! কৌশিক পুত্রের বিপরীতে নতুন ওয়েব সিরিজে দেখা যাবে উষসী রায়কে (Ushasi Ray)। 'হইচই'-এর নতুন ওয়েব সিরিজের অভিনেতা অভিনেত্রীদের লুক প্রকাশ পেয়েছে সদ্যই। আর ৩ তারিখ, বৃহস্পতিবার মুক্তি পেল ওয়েব সিরিজের ট্রেলার।
পরিবার ভাবে ঋদ্ধি 'বিদ্যাসাগর' হবে। কিন্তু তার নিয়তিতে লেখা অন্য কিছু। সুন্দরবনের কুমীরখালি দ্বীপের বিধবাদের সমস্যা সমাধান করবে ঋদ্ধির চরিত্র কিঙ্কর! আর এই কুমীরখালি হল সুন্দরবনের সবচেয়ে বড় বিধবাদের গ্রাম। এই গ্রামেরই একজন হল উষসীর চরিত্র। গ্রামের বিধবাদের নিয়ে ঋদ্ধি তৈরি করতে চান সুন্দরী বাহিনী। তার উদ্দেশ্য কী সফল হবে? সেই উত্তর লুকিয়ে নতুন ওয়েব সিরিজ 'সুন্দরবনের বিদ্যাসাগর'-এর গল্পের ভাঁজে ভাঁজে।
আরও পড়ুন:পাঁচ মাস বয়সে মাকে হারাই, পিসিকেই মা বলেছি চিরকাল: পরাণ বন্দ্যোপাধ্যায়
ওয়েব সিরিজ নিয়ে ঋদ্ধি বলছেন, 'এই কাজটার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি ভীষণ খুশি। যে মুহূর্তে আমি এই গল্পটা শুনেছিলাম, মনে হয়েছিল এই সিরিজ একটা আলাদারকম প্রভাব বিস্তার করতে সক্ষম। অর্কদীপ রায়কে ধন্যবাদ কিঙ্করের মত একটা চরিত্র লেখার জন্য। কোরক মুর্মুর পরিচালনায় কাজ করে ভালো লেগেছে। আশা করছি দর্শকদের মন ছুঁয়ে যাবে 'সুন্দরবনের বিদ্যাসাগর'।
এই কাজ নিয়ে উষসী বলছেন, 'সুন্দরবনের বিদ্যাসাগর' কেবল একটা শক্তিশালী গল্প নয়, এটা ভীষণ প্রভাব বিস্তার করার মতো গল্প। ছবিতে আমার চরিত্রের নাম পার্বতী। কুমীরখালি গ্রামের একজন বিধবার চরিত্র এটি। চরিত্রটার এতরকম স্তর আছে যে আমার ভীষণ ভালো লেগেছে চরিত্রটা। অভিনয়ের অনেক জায়গা রয়েছে। অর্কদীপ নাথ, কোরক মুর্মূর কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এই চরিত্রতে আমায় বাছার জন্য। 'হইচই'-এর গোটা টিমকেও অনেক ধন্যবাদ। আশা করি মানুষ গল্পটা ভালোবাসবেন।'
১১ মার্চ মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি।