মুম্বই: ২০১২-র ২৪ এপ্রিয় গায়িকা সুনিধি চৌহান বিয়ে করেন সুরকার হীতেন সোনিককে। এ বছরের জানুয়ারিতে মা হয়েছেন সুনিধি। এতদিনে শেয়ার করলেন তাঁর শিশুপুত্রের ছবি।
ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি। বিশেষ করে সুনিধির ছোট্ট ছেলের এক্সপ্রেশনে মুগ্ধ সক্কলে।
[embed]https://www.instagram.com/p/BjRUQEwAp7m/?taken-by=sunidhichauhan5[/embed]
সুনিধি গান গাওয়া শুরু করেন ৪ বছর বয়সে। ১৯৯৬-এ ১৩ বছর বয়সে শাস্ত্র ছবিতে গান গেয়ে বলিউডে পা রাখেন তিনি। মস্ত-এর রুকি রুকি সি জিন্দেগি, ফিজা-র মেহবুব মেরে, ধুম ছবির ধুম মচালে, পরিণীতা-র ক্যায়সি পহেলি ও দিদার সে-র মত অসংখ্য সুপার ডুপার হিট গান গেয়েছেন তিনি।
ছেলের সঙ্গে প্রথম ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন সুনিধি চৌহান
ABP Ananda, Web Desk
Updated at:
28 May 2018 02:05 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -