কলকাতা: ফের চর্চায় গোবিন্দ (Govinda) আর সুনীতা আহুজা (Sunita Ahuja)-র সম্পর্ক। এর আগে তারকা দম্পতি বারে বারে বলে এসেছিলেন, তাঁর ও গোবিন্দের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। যদি কেউ তাঁদের সম্পর্ক ভাঙার চেষ্টা করে, তাহলে ঈশ্বর তাঁর ক্ষতি করবেন। তবে সদ্য পাওয়া খবর অনুযায়ী, সুনীতাই নাকি বিচ্ছেদের মামলা দায়ের করেছেন গোবিন্দের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, গোবিন্দের বিরুদ্ধে নাকি কড়া কড়া অভিযোগ এনেছেন সুনীতা। বিবাহ বহির্ভূত সম্পর্ক, গার্হস্থ্য হিংসা ও ঠকানোর অভিযোগ এনে নাকি বিচ্ছেদ চেয়েছেন সুনীতা। হিন্দু ম্যারেজ অ্যাক্ট-এর সেকশন ১৩-র (1) (i), (ia), (ib) ধারায় মামলা দায়ের করেছেন সুনীতা। তবে মামলা করার আগে থেকেই কি গোবিন্দকে সন্দেহ করতেন সুনীতা? নাহলে তিনি এমন মন্তব্য আগেই করেছিলেন কেন?

একবার, গোবিন্দ সম্পর্কে কথা বলতে গিয়ে সুনীতা বলেছিলেন, 'কখনও নিজের সঙ্গীকে ভালো মানুষ ভেবো না'। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে সুনীতা বলেছেন, তাঁর বিবাহিত জীবনে অনেক উত্থান পতন ঘটেছে। তিনি জীবনে অনেক কিছুই সহ্য করেছেন। সেই সময়ে তিনি বিশ্বাসঘাতকতা নিয়েও একটি বড় মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, 'আমি হাতজোড় করে প্রত্যেক মহিলার কাছে শুধু এটাই বলতে চাইব যে, কখনও এ কথা বলবেন না যে আপনার সঙ্গীর কোনও দোষ নেই বা তিনি নির্দোষ ও নিরীহ।' এখানেই শেষ নয়। বিশ্বাসঘাতকতা নিয়েও কথা বলেছেন সুনীতা। তিনি বলেছেন, 'যদি আপনার সঙ্গী অন্য কোনও মেয়ের সঙ্গে সম্পর্কে থাকেন, তাহলে আপনি চেষ্টা করুন সেই সম্পর্ক থেকে আপনার সঙ্গী কীভাবে বেরিয়ে আসত পারেন। মেয়েটি নিজে থেকে আপনার সঙ্গীকে ছেড়ে দেবে, এমনটা কখনোই হবে না।'

গোবিন্দের বিরুদ্ধে নাকি বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন স্ত্রী সুনীতা । কয়েক মাস আগেই  নাকি বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিচ্ছেদের মামলা দাখিল করেছেন সুনীতা । বিবাহ বহির্ভূত সম্পর্ক, গার্হস্থ্য হিংসা ও ঠকানোর অভিযোগ এনে নাকি বিচ্ছেদ চেয়েছেন সুনীতা । হিন্দু ম্যারেজ অ্যাক্ট-এর সেকশন ১৩-র (1) (i), (ia), (ib) ধারায় মামলা দায়ের করেছেন সুনীতা । এরপরে গোবিন্দের কাছে ২ বার সময় পাঠানো হয় । সুনীতা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে প্রত্যেকবার আদালতে উপস্থিত ছিলেন । কিন্তু একবার ও আদালতে আসেননি গোবিন্দ । সেই কারণে তাঁরা এখন চেষ্টা করছেন প্রাথমিকভাবে এই বিষয়টি সমাধান করার ।