জয়পুর: প্রায় ২০ বছর আগে এক সিনেমার শ্যুটিংয়ের সময় একটি ট্রেনের আপত্কালীন চেন টানার জন্য বলিউড অভিনেতা সানি দেওল ও অভিনেত্রী করিশ্মা কপূরের বিরুদ্ধে চার্জ গঠন করল একটি রেলওয়ে আদালত। বলিউডের দুই শিল্পী বুধবার ওই নির্দেশকে একটি দায়রা আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন। এ কথা জানিয়েছেন করিশ্মা ও সানি দেওলের কৌসুঁলি একে জৈন।
বলিউডের অভিনেতা ও অভিনেত্রীর বিরুদ্ধে ২৪১৩-এ আপলিঙ্ক এক্সপ্রেসের চেন বেআইনিভাবে টানার অভিযোগ রয়েছে। এতে ওই ট্রেনটির ২৫ মিনিট বিলম্ব হয়েছিল।
কৌসুঁলি বলেছেন, ২০০৯-এ দুই শিল্পীর বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়, যা তাঁরা ২০১০-এর এপ্রিলে একটি দায়রা আদালতে চ্যালেঞ্জ করেন। দায়রা আদালত উভয়কেই রেহাই দিয়েছিল। কিন্তু ১৭ সেপ্টেম্বর রেলওয়ে আদালত ফের চার্জগঠন করেছে।
সানি ও করিশ্মা ছাড়াও এই মামলায় স্টান্টম্যান টিনু ভার্মা ও সতীশ শাহও অভিযুক্ত। যদিও তাঁরা ২০১০-এ চার্জের বিরুদ্ধে তাঁরা দায়রা আদালতে চ্যালেঞ্জ করেননি।
১৯৯৭-এর এই মামলায় রেল আদালতে পরবর্তী শুনানি হবে ২৪ সেপ্টেম্বর।
নারেনার সহকারি স্টেশন মাস্টার সীতারাম মালাকার জিআরপি-তে অভিযোগ দায়ের করেছিলেন। এর পরিপ্রক্ষিতে অভিনেতারা রেলওয়ে আইনের সংশ্লিষ্ট ধারাগুলি অনুযায়ী অভিযুক্ত হন।
১৯৯৭-তে রাজস্থানের আজমেঢ় জেলার ফুলেরার কাছে সনভরদা গ্রামে সহ শিল্পীদের সঙ্গে বজরং সিনেমার শ্যুটিং করছিলেন সানি ও করিশ্মা।
২০ বছর আগে সিনেমার শ্যুটিংয়ের সময় ট্রেনের চেন টানার অভিযোগে রেল আদালতে চার্জগঠন, দায়রা আদালতে চ্যালেঞ্জ সানি দেওল ও করিশ্মা কপূরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Sep 2019 07:37 PM (IST)
প্রায় ২০ বছর আগে এক সিনেমার শ্যুটিংয়ের সময় একটি ট্রেনের আপত্কালীন চেন টানার জন্য বলিউড অভিনেতা সানি দেওল ও অভিনেত্রী করিশ্মা কপূরের বিরুদ্ধে চার্জ গঠন করল একটি রেলওয়ে আদালত। বলিউডের দুই শিল্পী বুধবার ওই নির্দেশকে একটি দায়রা আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন। এ কথা জানিয়েছেন করিশ্মা ও সানি দেওলের কৌসুঁলি একে জৈন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -