নয়াদিল্লি: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর থেকে দল টাকা নিচ্ছে বলে মন্তব্য করার জন্য প্রবীণ কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিংহের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করল বিজেপি।
বৃহস্পতিবার, দিল্লিতে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিগ্বিজয়ের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছে বিজেপির আইনি সেল। এদিন অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করেন দলের আইনি সেলের আহ্বায়ক রাজেশ কুমার। আগামী ৯ অক্টোবর এই মামলার শুনানি।
গত ৩০ অগাস্ট দ্বিগ্বিজয় বিস্ফোরক দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, আইএসআই-এর থেকে টাকা নিচ্ছে বিজেপি ও বজরং দল। এই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন মামলা দাখিল করা হয়। আবেদনে মামলাকারী দাবি করেন, এহেন মন্তব্য করে ‘গর্হিত অপরাধ’ করেছেন দ্বিগ্বিজয়। তাঁর এই অবমাননাকর মন্তব্যের ফলে বিজেপি দল ও দলের নেতারা এবং জনতা আহত হয়েছে।
আবেদনে বলা হয়, মন্তব্যে যে ভাষা প্রয়োগ হয়েছে, তা অত্যন্ত অনৈতিক, যেখানে অভিযুক্ত ব্যক্তি গোটা সিস্টেমের মজা উড়িয়েছেন। তাঁর এই মন্তব্য সাধারণ মানুষের মনে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে। এর কারণ, আইএসআই হল পাকিস্তানের গুপ্তচর সংস্থা। ভারতে একাধিক জঙ্গি হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা পালন করেছে আইএসআই। এক অর্থে, বিজেপিকে অবমাননা করতেই এই মন্তব্য করা হয়েছে।
অন্যদিকে, বুধবার উত্তরপ্রদেশের কুশিনগরে কাসিয়া থানায় দ্বিগ্বিজয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক রজনীকান্ত মানির ছেলে দিব্যেন্দু মানি। অভিযোগপত্রে বিধায়ক-পুত্র লেখেন, কোনও প্রমাণ ছাড়াই দ্বিগ্বিজয় লক্ষ লক্ষ হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন।
প্রসঙ্গত, গত ৩০ অগাস্ট মধ্যপ্রদেশের ভিন্দে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে সাংবাদিকদের দ্বিগ্বিজয় বলেন, আইএসআই-এর থেকে টাকা নিচ্ছে বিজেপি ও বজরং দল। মন দিয়ে শুনুন। আইএসআই-এর হয়ে মুসলিমদের তুলনায় অ-মুসলিমরাই বেশি গুপ্তচরবৃত্তি করে চলেছে। মাথায় রাখবেন।
যদিও, পরের দিন প্রবীণ নেতা দাবি করেন, তাঁর মন্তব্যকে বিকৃত করে প্রকাশ করা হয়েছে। তিনি টুইটারে লেখেন, গোটা বক্তব্যই অসত্য। কয়েকটি সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে যে, আমি অভিযোগ করেছি যে আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তি করছে বিজেপি। এই তথ্য সম্পূর্ণ অসত্য।
যদিও, নিজের আরেকটি মন্তব্যের স্বপক্ষে সওয়াল করেন দ্বিগ্বিজয়। তিনি টুইটারে লেখেন, টাকার পরিবর্তে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে বজরং দল ও বিজেপির আই-টি সেলের কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। ফলত, আমি এই অভিযোগ করেছি এবং সেই দাবিতে অনড় রয়েছি। আমি সংবাদমাধ্যমকে বলছি, কেন তারা এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপিকে প্রশ্ন করছে না।
‘বিজেপি আইএসআই-এর টাকা খায়’, মন্তব্যের জন্য দ্বিগ্বিজয়ের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Sep 2019 04:38 PM (IST)
গত ৩০ অগাস্ট মধ্যপ্রদেশের ভিন্দে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে সাংবাদিকদের দ্বিগ্বিজয় বলেন, আইএসআই-এর থেকে টাকা নিচ্ছে বিজেপি ও বজরং দল।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -