মুম্বই: সদ্য মুক্তি পেয়েছে সানি দেওলের 'গদর ২' (Sunny Deol Gadar 2)। আর ইতিমধ্যেই বক্স অফিসে 'গদর-২' ঘিরে বড় অঙ্কের সাফল্য এসেছে। মাত্র নয় দিনেই ৩০০ কোটির অঙ্ক পেরিয়েছে ছবিটি। তবে এহেন ভাল খবরের মাঝেই এল খারাপ খবর। ঠিক এমন সময়ই ৫৫ কোটি বকেয়া থাকার নোটিশ পাঠাল ব্যাঙ্ক অব বরোদা। 


সানির জুহুর বাড়ি বিক্রি করতে চলেছে ব্যাঙ্ক


জানা গিয়েছে,  সানির বকেয়া টাকা পুনরুদ্ধারের জন্য সানির জুহুর বাড়ি বিক্রি করা হচ্ছে।জানা গিয়েছে, ৯ সেপ্টেম্বর জুহুর সম্পত্তি নিলাম করা হবে। সানির বাবা অনুদানকারি হিসেবে দেখানো হয়েছে। তবে সানির পরিবারের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।


 'গদর ২' -এ বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য়ের মাঝেই উদ্বেগ


প্রসঙ্গত, 'গদর: এক প্রেম কথা' বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য় লাভ করেছিল। মোট ১০০ কোটি টাকার ব্য়বসা করেছিল এই ছবি। আমির খানের 'লাগান'-এর সঙ্গেও রীতিমত টক্কর চলে এই ছবির। আর এবার বক্সঅফিসের বাইজ গজে ঝড় তুলছে সানি দেওয়ল ও আমিশা পটেলের ছবি 'গদর ২'। গত শুক্রবার  ১১অগাস্ট মুক্তি পেয়েছিল 'গদর ২'। ছবি মুক্তির প্রথম চারদিনের মাথাতেই এই ছবির আয় হয় ১৭৩.৫৮ কোটি টাকা। তা এখন দেখতে দেখতে ৩০০ কোটির অঙ্ক পার করেছে। 


'গদর ২' ছবিতে ১৯৫৪ থেকে ১৯৭১ সালের টাইমলাইন


'গদর ২' ছবিতে ১৯৫৪ থেকে ১৯৭১ সালের টাইমলাইন তুলে ধরা হয়েছে এই ছবিতে। বলাইবাহুল্য সেই কারণেই অনেক আগে থেকেই এই ছবি দেখা অপেক্ষায় ছিল 'গদর এক প্রেম কথা'-র ভক্তরা। বছরটা ২০০১। মুক্তি পেয়েছিল বলিউডের ব্লকব্লাস্টার ছবি 'গদর এক প্রেম কথা।' আর এবার আসছে 'গদর ২।''গদর এক প্রেম কথা' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সানি দেওল এবং আমিশা পটেল।


আরও পড়ুন, বাঙালিকে ভালবেসে অনুবাদ, গুলজারের জীবন বদলে দেওয়া বই হয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ


'গদর এক প্রেম কথা'-র সময় বেঁচে ছিলেন অমরেশ পুরি


'গদর ২' তেও ফের দুজনেই ফ্রেমে রয়েছেন। 'গদর এক প্রেম কথা'-র সময় তখনও বেঁচে ছিলেন অমরেশ পুরি। সেবার ছবিতে তিনি বরাবরের মতোই দক্ষ অভিনেতার পরিচয় দিয়েছিলেন।তবে 'গদর এক প্রেম কথা' ছবিতে অন্যান্য মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন লিলেট দুবে, সুরেশ ওবেরয়। বলাই বাহুল্য, সেবার বক্সঅফিসে বড়সড় সাফল্য আসে।