মুম্বই: বৃহস্পতিবার চমকপ্রদ ঘোষণা। বিভিন্ন ছবি নির্মাতারা ঘোষণা করলেন একাধিক নতুন ছবির নাম। রাজকুমার রাও অভিনীত 'ভিড়' ছবির নাম ঘোষণা করেন অনুভব সিংহ। তারপরই সানি দেওল তাঁর আগামী ছবির টিজার পোস্টার শেয়ার করলেন। ২০২১ সালে দশেরায় বিশেষ কিছু ঘোষণা করবেন বলে আগেই জানিয়েছিলেন সানি দেওল।
সানি দেওল কি জনপ্রিয় ছবি 'গদর'-এর দ্বিতীয় ভাগের ইঙ্গিত দিলেন? (Did Sunny Deol Hint Towards ‘Gadar’ Sequel? )
অভিনেতা, রাজনীতিক সানি দেওল তাঁর ইনস্টাগ্রাম ও ট্যুইটার হ্যান্ডলে একটি পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমার মনের খুব কাছের এবং বিশেষ কিছু কাল ঠিক সকাল ১১টায় ঘোষণা করছি। এখানেই নজর রাখুন আগামীকাল।' নেটিজেনদের নজর কেড়েছে ছবিতে লেখা 'কথা কন্টিনিউজ'। সকলেরই ধারণা আগামীকাল সানি দেওল 'গদর ২'-এর ঘোষণা করবেন।
পোস্টার দেখে অনুরাগীরা ধরেই নিয়েছেন যে আসতে চলেছে 'গদর ২'। আশা করা যায় খুব শীঘ্রই শুরু হবে শ্যুটিংও। অনুরাগীদের কমেন্টে ভরে যায় পোস্ট। একই পোস্টার নিজের হ্যান্ডলে শেয়ার করেছেন অভিনেত্রী আমিশা পটেল। তিনি 'গদর: এক প্রেম কথা' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ক্যাপশনে লেখেন, 'আপনারা কি বছরের সবচেয়ে বড় ঘোষণার জন্য তৈরি? আগামীকাল সকাল ১১টায় নজর রাখুন।'
এমনকী বলিউড সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও একই পোস্টার ট্যুইট করেছেন।
তিনিও ক্যাপশনে ইঙ্গিত দিয়েছেন একই রকমের। জনপ্রিয় হিন্দি ছবি 'গদর: এক প্রেম কথা' পরিচালনা করেছিলেন অনিল শর্মা। মূলত ভারত ভাগের ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছিল ছবির গল্প। ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অমরীশ পুরিও।