দেখুন, শ্যুটিংয়ের অবসরে ছবি তুলছেন সানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2017 06:45 PM (IST)
1
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, আমি সামনের জনের ছবি তুলছি, উনি তুলছেন আমার।
2
ইন্ডাস্ট্রির কিছু মহলের মত, আমেরিকার পর্ন ইন্ডাস্ট্রি থেকে বলিউডে আসা এই অভিনেত্রী হয়ত অভিনয়ে দুর্বল, কিন্তু তাতে তার প্রচারের আলোয় আসা আটকায়নি।
3
ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে সানি লিখেছেন, এই আমার নিজের ছবি তোলার সময়।
4
ইনস্টা, ফেসবুক, ট্যুইটারে নিজের সাম্প্রতিক বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সানি লিওন।
5
শ্যুটিংয়ের ফাঁকে তোলা নিজের এইসব ছবি পোস্ট করেছেন সানি।