মুম্বই: দক্ষিণ ভারতের একটি ছবিতে অভিনয় করার জন্য ৩.২৫ কোটি টাকা পারিশ্রমিক দাবি করলেন সানি লিওন। এ বছরের অন্যতম সফল ছবি বাহুলবলীতে দেবসেনার চরিত্রে অভিনয় করা অনুষ্কা শেট্টিও এত টাকা পাননি। তিনি বাহুবলী এক ও দুইয়ে অভিনয় করার জন্য আড়াই কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। কর বাদ দিয়ে সমপরিমাণ টাকাই পাবেন সানি। কিন্তু কর সহ তাঁর মোট পারিশ্রমিক অনুষ্কার চেয়ে অনেক বেশি।

বলিউডে পা রাখার পর থেকেই প্রবল জনপ্রিয় হয়ে উঠেছেন সানি। তিনি এই জনপ্রিয়তার সুযোগ নিয়েই বিপুল পারিশ্রমিক চাইছেন বলে মনে করছেন প্রযোজকরা। তাঁরা অবশ্য সানির এই দাবি মেনে নিচ্ছেন। তবে ছবি তৈরির বিপুল খরচ সামাল দেওয়ার জন্য তাঁরা চারটি ভাষায় ছবি বানানোর পরিকল্পনা করেছেন। তেলুগু, তামিল, মালয়লম ছাড়াও হিন্দিতে হবে এই ছবি। দক্ষিণ ভারতে সানির যা জনপ্রিয়তা, তাতে ছবি তৈরির খরচ উঠে আসবে বলে আশাবাদী প্রযোজকরা।

আসন্ন এই ছবিটির নাম এখনও ঠিক হয়নি। পরিচালক বদিবুদায়ন বলেছেন, ফেব্রুয়ারি থেকে শ্যুটিং শুরু হবে। অষ্টাদশ শতকের এক রানির চরিত্রে অভিনয় করবেন সানি। এর জন্য তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তলোরায় চালানো, ঘোড়ায় চড়া শিখছেন সানি। এর আগে তামিল, তেলুগু, কন্নঢ় ছবিতে বিশেষ ভূমিকায় দেখা গেলেও, এই প্রথম দক্ষিণ ভারতীয় ছবিতে নায়িকা হবেন তিনি। অষ্টাদশ শতকের এই রানি জনপ্রিয়তায় দেবসেনাকে ছাপিয়ে যেতে পারেন কি না, সেটা দেখার অপেক্ষায় দর্শকরা।