মুম্বই:  শনিবার শ্যুটিং সেটে তখন ছবির চিত্রনাট্য পড়তে ব্যস্ত ছিলেন সানি লিওন। আচমকাই পিছন থেকে ইউনিটের এক সদস্য সানির গা ঘেঁসে সাপ নাড়ান, তারপর সেটা তাঁর গায়ে ফেলে পালান। ঘটনার আকষ্মিকতায় মারাত্মক ভয় পেয়ে যান সানি। জিসম-টুর অভিনেত্রীর সেই ভয় পেয়ে যাওয়ার মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভাইরাল।





এবার যে ইউনিট সদস্য সেই মজাটি করেছিলেন, তাঁর ওপর প্রতিশোধ নিলেন সানি লিওন। তবে অবশ্যই ক্ষতিকারক কিছু করেননি অভিনেত্রী। কীভাবে প্রতিশোধ নিলেন তিনি দেখুন ভিডিওতে

 




আপাতত সানি তাঁর পরবর্তী ছবি মুক্তির জন্যে প্রস্তুতি নিচ্ছেন। সেটি হল তেরা ইন্তেজার। ছবিতে সানির সঙ্গে অভিনয় করেছেন আরবাজ খান।