মুম্বই:  কেরিয়ারের শুরুতে বলিউডে এসে সানি লিওন এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবর অভিনেত্রী সেলিনা জেটলির পেইন্টহাউসটি দুবছরের জন্যে ভাড়া নিয়েছিলেন। কিন্তু দুবছরের শেষে সানির ভাড়াটিয়া হিসেবে চুক্তি বাড়াননি সেলিনা, উল্টে সানি এবং তাঁর স্বামীর বিরুদ্ধে এনেছেন মারাত্মক সমস্ত অভিযোগ।



ঘটনার সূত্রপাত বছরখানেক আগে। সেলিনার সঙ্গে সানির দুবছরের চুক্তি শেষের পর অভিনেত্রী তাঁর পেইন্টহাউসটি সানিকে ছেড়ে দিতে বলেন। কিন্তু তাতে মোটেই কর্ণপাত করেননি পর্নস্টার এবং বর্তমানে বলিউড অভিনেত্রী সানি।এরফলে দুবাইবাসী সেলিনাকে তাঁর দুই যমজ সন্তানকে নিয়ে ভারতে এসে বাড়ি থাকতেও হোটেলে উঠতে হয়।

শুধু তাই নয়, সেলিনার অভিযোগ বাড়িটি ছাড়তে বললে, ড্যানিয়েল অত্যন্ত কদর্য ভাষায় তাঁদের একটি মেল করেন। কিন্তু আইনত সানি এবং তাঁর স্বামীর কোনও অধিকারই ছিল না ওই পেন্ট হাউসটি আটকে রাখার। পরে আইনের সাহায্য নেন সেলিনা সেই পেইন্টহাউসটি উদ্ধার করার জন্যে।

এদিকে নিজের বাড়িতে ঢুকতে, এবং ফের দখল নিতে কার্যত সেলিনাকে তালা ভেঙে ঢুকতে হয় ওই পেইন্টহাউসে। সেখানে ঢুকে তিনি দেখেন তাঁদের সমস্ত দামি আসবাব খোলা ছাদের ওপর পড়ে রয়েছে। সিসিটিভি বসনোর জন্যে দেওয়ালে গর্তও খোঁড়া হয়েছে, অথচ তাঁদের থেকে কোনও ধরনের অনুমতি নেননি সানি। নষ্ট করা হয়েছে ফ্রিজ এবং ওয়াশিং মেশিনও।

সেলিনার কথায় কার্যত তাঁর সমস্ত সম্পত্তি নষ্ট করেছেন সানি এবং তাঁর স্বামী মিলে। তাঁর বাড়িতে ঢুকে মনে হয়েছিল, সেখান দিয়ে ঝড় বয়ে গেছে।