নীচে অবশ্য সানি পরিষ্কার করেছেন গোটা ব্যাপারটা। আগামী ছবির জন্য প্রস্থেটিক কিট ব্যবহার করছেন তিনি। তা নিয়েই খানিকটা মজা করছেন। তবে এই ছবি যে হরর ফিল্ম নয়, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
গত সপ্তাহে সানি ইনস্টাগ্রামে আর একটি ছবি পোস্ট করেন। বলেন, আগামী ছবির জন্য ব্যবহার করছেন প্রস্থেটিক কিট।
এই মুহূর্তে আরবাজ খানের সঙ্গে তেরা ইনতেজার ছবিতে কাজ করছেন সানি। নভেম্বরে মুক্তি পাবে ছবিটি।