স্বামীর সঙ্গে একতা কপূরের বিবাদের জেরে রাগিনী এমএমএস ৩-এর অফার ফেরালেন সানি!
Web Desk, ABP Ananda | 23 Sep 2017 05:21 PM (IST)
মুম্বই: একতা কপূরের সঙ্গে স্বামী ড্যানিয়েল ওয়েবারের বিবাদের কারণে একতা কপূরের রাগিনী এমএমএস ৩ ছবিতে কাজ করতে অস্বীকার করেছেন সানি লিওন। বলিউডে এমনই খবর। একতার ঘনিষ্ঠ সূত্রে খবর, তিনি সানির সঙ্গে ঝামেলা মিটিয়ে নিতে আগ্রহী। কিন্তু সানি কোনওভাবেই একতার সঙ্গে কাজ করতে চাইছেন না। রাগিনী এমএমএস ২ ছবিতে ‘বেবি ডল’ গানের সঙ্গে নেচে চলচ্চিত্রপ্রেমীদের নজরে পড়েন সানি লিওন। কিন্তু সেই ছবির প্রচারের সময়ই একতার সঙ্গে ঝামেলায় জড়ান সানি। পরবর্তীকালে ড্যানিয়েলের সঙ্গেও ঝামেলা হয় একতার। এই ঘটনার পর থেকেই একতার সঙ্গে বিশেষ কথাবার্তা বলেন না সানি। তিনি বুঝিয়ে দিয়েছেন, একতার সঙ্গে কাজ করতে চান না। বালাজি টেলিফিল্মস লিমিটেডের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেছেন, ‘সানি প্রথমে রাগিনী এমএমএস ৩-এ কাজ করতে অস্বীকার করেন। এরপর একতা তাঁকে অন্তত একটি আইটেম সংয়ে নাচার অনুরোধ জানান। কিন্তু তাতেও রাজি হননি সানি। শেষে একটি ক্যামিও রোলের প্রস্তাব দেওয়া হয় সানিকে। কিন্তু সানি এখনও পর্যন্ত এই প্রস্তাবে সাড়া দেননি।’