মুম্বই: তাঁর গায়ে পর্ন ছবির অভিনেত্রীর ট্যাগ। তাঁর পাশে দাঁড়ালে তাই জাত যাবে!
সানি লিওন তখন বলিউডে নতুন। প্রথম অ্যাওয়ার্ড শো-তে গিয়েছেন। উদ্যোক্তারা তাঁকে মঞ্চে তুলতে চাইছিলেন অন্য কোনও অভিনেত্রী বা অভিনেতার সঙ্গে। যা নিয়ম। কিন্তু তাঁর ক্ষেত্রে কেউ রাজি হচ্ছিলেন না।
নেহা ধুপিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, প্রথম প্রথম যখন কেউ বলিউডে পা রাখেন, তাঁকে নিয়ে একটা জড়তা থাকে। বিশেষ করে তাঁর অতীত যদি ততটা পছন্দ না হয়। তাঁর পর্ন ছবির অতীতের কারণে তাঁকে ঘিরে কৌতূহল ছিলই। কিন্তু মহিলারা খুব একটা পছন্দ করতেন না। সেদিন তাই মঞ্চের পিছনে অনেকক্ষণ তাঁকে বসে থাকতে হয়, অপেক্ষায়। কারণ উদ্যোক্তারা কাউকে পাচ্ছিলেন না, যাঁর তাঁর সঙ্গে মঞ্চে উঠতে আপত্তি নেই। তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার এ ব্যাপারে তাঁকে জানান।
শেষমেষ এগিয়ে আসেন চাঙ্কি পান্ডে। তাঁকে সানির ব্যাপারে জানাতে রাজি হয়ে যান তিনি। চাঙ্কির সঙ্গেই মঞ্চে ওঠেন সানি।
এখন সানি বলিউডে নিজস্ব জায়গা করে নিয়েছেন। আর কারও তাঁর প্রতি ছুঁতমার্গ নেই। কিন্তু প্রথমবার পাশে এসে দাঁড়ানোর জন্য চাঙ্কির প্রতি তিনি এখনও কৃতজ্ঞ।
বিপদে পাশে ছিলেন, চাঙ্কি পাণ্ডের প্রতি এখনও কৃতজ্ঞ সানি লিওন
ABP Ananda, Web Desk
Updated at:
07 Sep 2017 11:00 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -