নয়াদিল্লি: তনুশ্রী দত্তর পর এবার সানি লিওনে ‘মি টু’ বিতর্কে মুখ খুললেন। তাঁর জীবনের একটি চাঞ্চল্যকর ঘটনার কথা জানালেন সানি। তিনি বলেছেন, তাঁর বয়স যখন ১৮, তখন এক ভিডিও শ্যুটের সময় এমনই যৌন নিগ্রহের মুখে পড়তে হয়েছিল। একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা জানিয়েছেন সানি। একইসঙ্গে কীভাবে এই সমস্যার মোকাবিলা করলেন, তাও জানিয়েছেন তিনি।
সানি বলেছেন, ওই সময় তাঁর প্রথম মিউজিক ভিডিও-র শ্যুটিং চলছিল। সেই শ্যুটিং নিয়ে দারুণ উত্তেজিত ছিলেন। এরইমধ্যে এক ব্যক্তি তাঁকে বিরক্ত করতে শুরু করেন। সানি বলেছেন, প্রথমে তো বুঝতে পারাই মুশকিল ছিল যে, হচ্ছেটা কী আর কীভাবে এর মোকাবিলা করব। কিন্তু পরক্ষণেই মনে সাহস এনে প্রযোজক ও পরিচালকের কাছে গিয়ে সবকিছু জানালাম।
সানি বলেছেন, আমি পরিচালকের কাছে গিয়ে সাফ বললাম যে, এই ভিডিওর জন্য তোমার আমাকে প্রয়োজন। কেননা, আমাকে প্রধান চরিত্রে সাইন করিয়েছ আর শ্যুটিংও অনেকটাই হয়ে গিয়েছে। তাই যদি চাও যে এই ভিডিওতে আমি কাজ করি তাহলে ওই লোকটাকে আমার থেকে দূরে রাখো। তখন মনে হয়েছিল যে, আমার ভেতরের পঞ্জাবি মেয়েটা সামনে চলে এসেছিল।
শুধু তাই নয়, সানি আরও বলেছেন, মহিলা হিসেবে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে যে, এই পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসা যায়। প্রত্যেক পরিস্থিতি ভিন্নভাবে সামলাতে হয়।