ডাব্বু রতনানির ক্যামেরায় ধরা পড়ল সুইমস্যুটে সানি লিওনের জলকেলি...
তিনি পর্ন জগত থেকে মেইনস্ট্রিম সিনেমা-- এক অকল্পনীয় সফর করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখানে বলে রাখা দরকার, সানির যোগ ভারত থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা পর্যন্ত বিস্তৃত।
সানির আসন্ন ছবিগুলির মধ্যে 'তেরা ইন্তেজার' ও 'টোটাল ধমাল' রয়েছে।
শাহরুখ খান অভিনীত ছবি 'রঈস'-এ তিনি 'লায়লা ও লায়লা' গানের মাধ্যমে দর্শকদের এমন মাতিয়ে দেন যে, তা ২০১৭ সালের সবচেয়ে হিট গান হয়ে যায়।
'জিসম-২' ছবির মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সানি। সেই থেকে প্রায় ২ ডজন ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর কোনও পরিচয়ের প্রয়োজন নেই। সম্প্রতি, তিনি এক কন্যাসন্তান দত্তক নিয়েছেন।
১.১ কোটির বেশি ফলোয়ার্স সংখ্যার সানি লিওনকে এই ছবিতে দারুণ আকর্ষণীয় দেখাচ্ছে।
কিন্তু, এখনও পর্যন্ত তাঁদের সেই অপেক্ষার অবসান ঘটাননি ডাব্বু। তাজা ছবি যতক্ষণ না প্রকাশ পাচ্ছে, এক ঝলকে দেখে নেওয়া যাক, বিগত বছরে ডাব্বু রতনানির ক্যমেরায় কেমন বন্দি হয়েছিলেন সানি লিওন।
চলতি বছর, কোন ছবি প্রকাশ পাবে, তা প্রকাশ পাওয়ার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীর তামাম অনুরাগীরা।
এক এক করে নিজের ক্যালেন্ডার শ্যুটের ছবি প্রকাশ করছেন ডাব্বু রতনানি। তবে, এখনও তিনি সানি লিওনের এবছরের ফটোশ্যুটের ছবি প্রকাশ করেননি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -