মুম্বই: লাতুরের একটি অনাথ আশ্রম থেকে নিশাকে দত্তক নিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। নিশার বয়স ছিল মাত্র ২১ মাস। এখন কিছুটা বড় হয়ে গিয়েছে সে। সকালে মেয়ের সঙ্গে কিছুটা সময় না কাটিয়ে শ্যুটিংয়ের কাজে বেরোতে পারেন না সানি। তবে মেয়ে সেটে যাক, এমনটা খুব একটা পছন্দ করেন না তিনি। তবে মাঝেমধ্যে সেটেও নিয়ে যান মেয়েকে। সানি বলেছেন, সেটে গিয়ে ও সহজেই সবার সঙ্গে মিশে যায়। একসঙ্গে বসে লাঞ্চও করে। এরপর আবার বাড়ি ফিরে যায়। সানি বলেছেন, নিজের সন্তানের সঙ্গে সময় কাটানোটা সবচেয়ে আনন্দের অনুভূতি। এটাই জীবনের সেরা সময়।
২০১৭-র জুলাই মাসে সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার নিশাকে দত্তক নিয়েছিলেন। তারপর থেকে তাঁরা সোশ্যাল মিডিয়ায় মেয়ের কোনও ছপবি পোস্ট করেননি। পরে শিশুদিবসে মেয়ের ছবি পোস্ট করেছিলেন ড্যানিয়েল।
একটি সাক্ষাত্কারে সানি জানিয়েছিলেন, দত্তক নেওয়ার বিষয়টি তিনি মেয়েকে জানাবেন। কোনওকিছুই গোপন করবেন না তাঁরা।

সন্তানকে সামলে ব্যক্তিগত ও কাজের জীবনের সঙ্গে তাল মেলানো নিয়ে সানির সহজ উত্তর, সন্তান থাকলে স্বাভাবিকভাবেই সময়সূচী তৈরি করে নেন বাবা-মারা।