এই গানও আগের গানগুলির মতোই রোমান্টিক। সানি ও আরবাজের কেমিস্ট্রি এই গানে দারুন ফুটে উঠেছে। গানটির সুর দিয়েছেন রাজু আশু এবং গীতিকার শাব্বির আহমেদ।
প্রথমবার কোনও সিনেমাতে একসঙ্গে দেখা যাবে আরবাজ ও সানিকে। সিনেমার ট্রেলার ইতিমধ্যেই রিলিজ হয়েছে।
রাজীব বালিয়া পরিচালিত সিনেমাটি আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে।